Advertisment

নতুন দায়িত্ব পেয়েই চরম দুঃসংবাদ রোহিতের! প্রোটিয়াজ সফরে হিটম্যানের যাওয়া নিয়ে সংশয়

দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বড়সড় ধাক্কা। চোটে প্রোটিয়াজ সফরে অনিশ্চিত হয়ে পড়লেন রোহিত শর্মা। টেস্ট সিরিজে ছিটকে যাওয়ার মুখে তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সম্ভবত নেই রোহিত শর্মা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিতকে ভাইস ক্যাপ্টেন রেখে দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে আচমকা চোটে সহ অধিনায়কত্ব প্রাপ্তির মধ্যেই দুঃসংবাদ পেতে চলেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ মুহূর্তে রোহিত ছিটকে গেলে তাঁর জায়গায় আসতে পারেন গুজরাটের ব্যাটসম্যান প্রিয়ঙ্ক পাঞ্চাল।

Advertisment

মুম্বইয়ে কোয়ারেন্টিনে প্রবেশ করার আগে নেট সেশনে চোট পেয়েছেন তারকা। এমনটাই জানা যাচ্ছে। চলতি সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন: হেড কোচ হয়েও মাঠে বইলেন সরঞ্জাম! দ্রাবিড়কে সালাম ঠুকলেন সৌরভ

দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতকে না পাওয়া গেলে যা নিঃসন্দেহে ভারতের কাছে ধাক্কা হতে চলেছে। সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন এবং টেস্টে ভাইস ক্যাপ্টেন হওয়াই শুধু নয়, ২০২১ ক্যালেন্ডার বর্ষে রোহিতই টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। রোহিত টেস্ট সিরিজে খেলতে না পারলে ভাইস ক্যাপ্টেনশিপ থেকে কিছুদিন আগেই সরিয়ে দেওয়া রাহানে নাকি অন্য কাউকে সহ অধিনায়ক করা হয়, সেটা দেখার।

২০১৯-এ হোম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা টপ অর্ডারে নিয়মিত খেলা শুরু করেন। তারপরে ১৬ টেস্টে ৫৮.৪৮ গড়ে রোহিত ১৪৬২ রান করেছেন। পাঁচ সেঞ্চুরি সমেত। কয়েকদিন আগেই ওভালে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন সুপারস্টার।

আরও পড়ুন: কোহলিকে ছাড়াই ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেন রোহিত! সমালোচকদের মনে করিয়ে বার্তা সৌরভের

রোহিতের বদলি যিনি হতে চলেছেন সেই প্রিয়ঙ্ক পাঞ্চল আবার এবারেই প্ৰথম টেস্ট দলে সুযোগ পেলেন না। ঘরের মাঠে চলতি বছরে ইংল্যান্ড সিরিজে ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছিল গুজরাটি ব্যাটসম্যানকে। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে রিজার্ভ ওপেনার হিসাবে জায়গা পেয়েছিলেন গুজরাতকে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়া তারকা।

ভারতীয় ক্রিকেটে সেভাবে পরিচিত না হলেও পাঞ্চাল ভারতীয়-এ দলের নিয়মিত সদস্য। দক্ষিণ আফ্রিকার-এ দলের বিরুদ্ধে বর্তমানে প্রোটিয়াজ সফরেই রয়েছেন তিনি। অধিনায়কত্বও করেছেন। তিন ইনিংসে তাঁর রানসংখ্যা যথাক্রমে ৯৬, ২৪, ০।

২০১৬-১৭ ঘরোয়া ক্রিকেট মরশুমে পাঞ্চাল দুরন্ত ব্যাটিং করেছিলেন। ১৭ ইনিংসে ৮৭.৩৩ গড়ে ১৩১০ রান করেছেন তিনি। সেই মরশুমে পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৩১৪ রানের ইনিংস খেলেছিলেন। পাঞ্চালের অপ্রতিরোধ্য ব্যাটে ভর করে গুজরাট সেবার রঞ্জিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছরে পার্থিব প্যাটেলের অবসরের পরে পাঞ্চাল বর্তমানে গুজরাটের অধিনায়ক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma Indian Cricket Team
Advertisment