/indian-express-bangla/media/media_files/2025/05/18/FIOU7dtJAxaZqsGtPUyk.jpg)
Rohit Sharma Viral Video: রোহিতের মেজাজ দেখে হতবাক অনেকেই
Rohit Sharma Deepak Patel fan moment: শুক্রবার মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামে তৈরি স্ট্যান্ডের উদ্বোধন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত শর্মা। সে মুহূর্তে তিনি বিশ্বের পরিচিত ক্রিকেটার নন, বরং নিজের স্বপ্ন পূরণের পথে বাবা-মায়ের ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এক সন্তান ছিলেন। একদিকে যেমন তিনি আবেগে ভেসে যাচ্ছিলেন, অন্যদিকে ছিলেন মশকরার মুডে। ওয়াংখেড়েতে রোহিত এক ভক্তকে ঘুসি মারতে যান এছাড়া, নিজের ছোট ভাইকে বকাঝকা করার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে।
রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সেই উপলক্ষে তাঁকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষভাবে সম্মানিত করা হয়। এই বিশেষ মুহূর্ত আরও স্মরণীয় করে তুলতে তিনি দীর্ঘদিনের ভক্ত দীপক প্যাটেলের সঙ্গে একটি হালকা মুহূর্ত ভাগ করে নেন। দীপককে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখে রোহিত কিছু সময় তাঁর সঙ্গে কথা বলেন এবং একটি ছবি তোলেন। দীপক উচ্ছ্বাসের সঙ্গে রোহিতের পেছন পেছন হাঁটছিলেন, তখন রোহিত মজার ছলে ঘুসি মারার অভিনয় করেন, যা দেখে আশেপাশের সকলেই হেসে ওঠে।
Rohit Sharma with his fan Dipak🔥
— Rohan💫 (@rohann__45) May 16, 2025
Don’t miss the end😭🔥🔥
pic.twitter.com/jKnvCDrYVV
এমনই এক দৃশ্য দেখা যায়, যখন রোহিত তাঁর বাবা-মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন। নিরাপত্তাবেষ্টিত রোহিতকে কাছ থেকে এক ভক্ত ডাক দেন এবং দীর্ঘক্ষণ চেষ্টা করার পর অবশেষে তাঁর সঙ্গে করমর্দনের সুযোগ পান। সেই সময় রোহিত মজা করে ঘুসি মারার ভঙ্গি করেন, যা দেখে আশপাশের মানুষ হেসে ওঠেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত তাঁর বাবা-মা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দাঁড়িয়ে একটি সুইচ টিপে “রোহিত শর্মা স্ট্যান্ড”-এর উদ্বোধন করেন। রঙিন আতশবাজি ও কনফেটির বৃষ্টি এই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। তাঁর স্ত্রী রিতিকা গর্বের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর চোখের জল সেই বিশেষ মুহূর্তের আনন্দ প্রকাশ করছিল।
Rohit to his brother Vishal🗣️- "yeh kya hai?” (rohit spots car damage)
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) May 16, 2025
Vishal 🗣️- “reverse mein”
Rohit🗣️- “kiska? tere se?”😅
The bond between Rohit Sharma and his brother.🫂😂 pic.twitter.com/j5mZhjua2Y
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে রোহিত বলেন, “এই মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ আমার পরিবার, বাবা-মা, ভাই এবং স্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি তাঁদের ত্যাগের জন্য চিরকাল কৃতজ্ঞ।”
আরও পড়ুন এই না হলে ছেলে! বাবা-মায়ের হাত ধরেই ইতিহাসের সাক্ষী রোহিত, কেঁদে ফেললেন রিতিকা
এই দিন আরও দুটি স্ট্যান্ডেরও উদ্বোধন হয়, যেগুলি ভারতের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াড়েকর এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারের নামে নামাঙ্কিত। ব্যাট হাতে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী রোহিতের নাম আজ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সারিতে যুক্ত হয়েছে। রোহিত বলেন, “আজ যা হচ্ছে, তা আমি কোনওদিন স্বপ্নেও ভাবিনি। ছোটবেলায় আমি মুম্বাই এবং ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। আজ কিংবদন্তিদের পাশে আমার নাম থাকা, এটি ভাষায় প্রকাশ করার মতো নয়।”