/indian-express-bangla/media/media_files/2025/05/17/S17pP0lKGp3MAbJc5LgN.jpg)
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সপরিবারে রোহিত শর্মা
Rohit Sharma stand: শুক্রবার (১৬ মে) ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন রোহিত। তবে রোহিতের একটি আচরণ গোটা দেশের হৃদয় জয় করে নিয়েছে। তিনি চাইলে নিজেই স্ট্যান্ডটি উদ্বোধন করতে পারতেন। কিন্তু, সেটা করলেন না। সসম্মানে মঞ্চে নিয়ে এলেন বাবা গুরুনাথ শর্মা এবং মা পূর্ণিমা শর্মাকে। এই দৃশ্য দেখার পর চোখে আর আনন্দের জল ধরে রাখতে পারেননি রোহিতের রিতিকাও। মুখ লুকিয়ে ফেলেন তিনি।
দেখে নিন সেই ভিডিও:
Proud wife🥹❣️
— Imsajal45 (@Sajalsinha0264) May 16, 2025
ROHIT SHARMA STAND pic.twitter.com/bo0aawpJ8r
ইতিপূর্বে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Rohit Sharma Wankhede Stadium) সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার এবং বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড ছিল। এবার সেই এলিট তালিকায় নাম লেখালেন রোহিত শর্মাও। রোহিত শর্মার এই সম্মান তার অনন্য ক্রিকেট যাত্রার স্বীকৃতি।
His family. His people. His team. (and his humour) 🫡💙#MumbaiIndians#PlayLikeMumbai#RohitSharmaStand | @ImRo45pic.twitter.com/98p0dSvOJN
— Mumbai Indians (@mipaltan) May 16, 2025
ছোটবেলায় মুম্বইয়ের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি ভারতের তিন ফর্ম্যাটের অধিনায়ক – এই পথচলা নিঃসন্দেহে অনেকের অনুপ্রেরণার উৎস। ব্যাট হাতে তিনি বহুবার দেশের সম্মান রক্ষা করেছেন এবং অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে ভারতীয় দল অর্জন করেছে একাধিক সাফল্য।
এই স্ট্যান্ডের গুরুত্ব আরও একটি কারণে বেড়ে গিয়েছে। কারণ, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত। তাঁর আচমকা অবসর নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। ইতিপূর্বে, ২০২৪ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও তিনি অবসর গ্রহণ করেছিলেন। আপাতত রোহিত শর্মা শুধুমাত্র ওয়ার্ডে ফরম্যাটেই খেলবেন।
Rohit Sharma Next Match: অবসর নিয়ে একাধিক বিতর্ক, দেশের হয়ে ফের কবে খেলবেন রোহিত শর্মা?
রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তিনি ৬৭ টেস্ট ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন মোট ৪৩০১ রান। গড় ৪০.৫৮। তার টেস্ট কেরিয়ারে রয়েছে ১০ শতরান ও ১৮ অর্ধশতরান — যা তার ব্যাটিং দক্ষতার প্রমাণ বহন করে।
Rohit Sharma BJP: ক্রিকেট ছেড়ে এবার বিজেপিতে রোহিত? অবসরের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
একনজরে রোহিতের পারফরম্য়ান্স
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, অধিনায়ক হিসেবেও রোহিত শর্মার অবদান অনস্বীকার্য। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে ফাইনালে পৌঁছে দেন। এরপর ২০২৪ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত শিরোপা জয় করে। তার অধিনায়কত্বে ভারতের আরেকটি গৌরবময় অর্জন আসে ২০২৫ সালের প্রথম দিকে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে — যেখানে ভারত আবারও চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মার এই সাফল্য ভারতীয় ক্রিকেটে তার নামকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে, একজন ব্যতিক্রমী ব্যাটসম্যান ও অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবে।