রোহিত শর্মার ক্যাপ্টেনসিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগামিকাল ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। রোহিতের সামনে এই সিরিজে একটা দুর্দান্ত রেকর্ডের হাতছানি রয়েছে। অধিনায়কত্বের নিরীখে তিনি ছাপিয়ে যেতে পারেন খোদ বিরাট কোহলিকেই।
এই নিয়ে তৃতীয়বার রোহিত পূর্ণাঙ্গ দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। চলতি সপ্তাহে রোহিতের কাছে সুযোগ থাকছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে কোহলিকে ছাপিয়ে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচ জেতানোর নজির গড়ার।
আরও পড়ুন: ধাওয়া করেও ধোনির নাগাল পেলেন না চাহাল, তিনে নামতে চেয়ে রোহিতের কাছে হলেন ‘অপমানিত’
রোহিতের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে, ৩১ বছরের এই ক্রিকেটার ১২টি টি-২০ ম্যাচে ভারত অধিনায়কের গুরুদায়িত্ব সামলেছেন। রোহিতের নেৃতৃত্বে টিম ইন্ডিয়া মাত্র একটা ম্যাচই হেরেছে। সেটা ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে কোহলির ক্যাপ্টেনসিতে ভারত ২০টি টি-২০ ম্যাচ খেলেছে। ১২বার জিতেছে ভারত। হেরেছে সাতবার ও একবার বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ নিস্ফলা হয়ে যায়।
ভারত আসন্ন টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হারাতে পারলে, রোহিত চলে আসবেন দু'নম্বরে। যদিও কুড়ি-কুড়ির যুদ্ধে দেশকে সবচেয়ে বেশি ম্য়াচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ক্যাপ্টেনসিতে ভারত ৭২টি ম্যাচের মধ্যে ৪১টি জিতেছে। মাহির জেতার হার ৫৯.২৮ শতাংশ। রোহিতের জেতানোর হার ৯১.৬৬ শতাংশ (ন্যূনতম পাঁচ ম্যাচের বিচারে)। শতকরার হিসেবে কোহলির জেতার হার ৬৩.১৫ শতাংশ। যদিও বীরেন্দ্র শেহওয়াগ ও সুরেশ রায়নার এক্ষেত্রে শতকরা একশ ভাগ সফল। বীরুর ক্যাপ্টেনসিতে ভারত প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছিল। রায়না ভারতকে জিম্বাবোয়ের বিরুদ্ধে দু'বার ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একবার নেতৃত্ব দেন।