/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Virat-Rohit.jpg)
বোর্ডের তরফে একদিনের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। বিরাট কোহলিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল হিটম্যানকে। দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি অবশ্য টেস্টে যথারীতি নেতা থাকছেন। রাহানেকে সরিয়ে টেস্টে কোহলির ডেপুটি হয়েছেন রোহিত শর্মা।
একমাস আগে কোহলি টি২০-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই সময়েও টি২০-র পরবর্তী নেতা করা হয়েছে রোহিতকে। আর ওয়ানডে নেতৃত্বের তাজ মাথায় চাপানোর পরে রোহিত এবার মুখ খুললেন বোরিয়া মজুমদারের 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া' অনুষ্ঠানে। সেই চ্যাট শো-এ রোহিত জানিয়ে দিলেন, ড্রেসিংরুমে কোহলি কতটা অপরিহার্য।
আরও পড়ুন: কোহলিকে সরাতে চায়নি বোর্ড! বোমা ফাটিয়ে এবার বিস্ফোরণ সৌরভের
"কোহলির মত ব্যাটসম্যান যেকোনও স্কোয়াডে প্রয়োজন। টি২০-তে ৫০+ গড় কার্যত অবাস্তব। ওঁর অভিজ্ঞতা দিয়ে কোহলি বহুবার জাতীয় দলকে উদ্ধার করেছে কঠিন পরিস্থিতিতে। ওঁর কোয়ালিটির ব্যাটসম্যান সর্বদা প্রয়োজন। তাছাড়া ও এখনও দলের নেতা। ওঁর মাপের একজনকে কেউই অগ্রাহ্য করতে পারে না। ওঁর উপস্থিতিই দলের কাছে বড় সম্পদ।" বলেছেন কোহলি।
সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের সঙ্গে অধিনায়কত্ব সামলেছেন কোহলি। ৯৫ ওয়ানডেতে কোহলির টিম ইন্ডিয়া জয়লাভ করেছে ৬৫ ম্যাচে। জয়ের শতকরা হার ৭০-এরও বেশি। ৪৫ টি২০-তে কোহলির নেতৃত্বে ভারত জিতেছে ২৭টিতে। দীর্ঘদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে কোহলির ডেপুটি ছিলেন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে পুরোদস্তুর দায়িত্ব নেওয়ার আগে রোহিত কোহলির অনুপস্থিতিতে ১০ ওয়ানডে এবং ১৯ টি২০-তে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্বের পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে রোহিতের টিম ইন্ডিয়া ক্লিন সুইপ করেছে। এছাড়াও ক্যাপ্টেন রোহিত পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মুম্বই ইন্ডিয়ান্সকে।
২০১৭-য় ধোনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে কোহলি সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব নেন। তবে একবারও জাতীয় দলকে আইসিসি ট্রফি জেতাতে পারেননি। ২০১৭-য় কোহলির টিম ইন্ডিয়া ট্রফি জেতার সবথেকে কাছে পৌঁছেছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে সেবার পাকিস্তানের কাছে পরাস্ত হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us