Steve Smith Drops a Shocker at Second Slip: চতুর্থ দিনের প্ৰথম বলেই উইকেট পতন হতে পারত ভারতের। তবে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথ লোপ্পা ক্যাচ মিস করে বসেন। তাতে জীবন পান কেএল রাহুল। যিনি চলতি সিরিজে আপাতত ভারতের সবথেকে নির্ভরযোগ্য তারকা হিসাবে উদয় হয়েছেন।
তবে এত সহজ ক্যাচ যে মিস করে বসবেন স্মিথ, ভাবা যায়নি। প্যাট কামিন্সের বলে ব্যাটের কানায় লেগে সোজা পৌঁছে গিয়েছিল স্লিপে। স্মিথ বল হাতে রাখতে পারেননি। কেএল রাহুল বিস্মিত হয়ে মাথা নাড়াতে থাকেন। তিনিও সম্ভবত নিজের এই অযাচিত ভাগ্যে অবাক হন।
সেই সময় কমেন্ট্রি করছিলেন প্রাক্তন উইকেটকিপার ব্যাটার গিলক্রিস্ট। তিনি বলে দেন, "স্টিভ স্মিথ প্রায় অবিশ্বাস্য। ও এমন একজন প্রায় সমস্ত কিছুই তালুবন্দি করতে পটু। প্রায় নিয়মমাফিক একটা স্লিপ ক্যাচ মিস করল ও।"
First ball of the day and dropped!#AUSvIND pic.twitter.com/lY8cdsN5Wo
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024
গিলক্রিস্টের সহ ধারাভাষ্যকার এবং ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলে দেন, "ও কী নিদারুণ একটা সুযোগ ছিল। প্ৰথম বল বাউন্স, ব্যাটের কিনারায় লাগল, এবং দশ বারের মধ্যে নয়বারই হয়ত ও তালুবন্দি করবে। তালুর কঠিন অংশে বল লাগাতেই মিস হয়ে গেল।"
আরও পড়ুন: ও তো চোট নিয়ে বল করছে! সিরাজকে নিয়ে বোমা ফাটালেন বুমরা, হৈচৈ তুঙ্গে
কেরি ও'কিফ বলেন, "স্টিভ স্মিথ এরকম ক্যাচ ছাড়েন না। মনে হয়েছে বল একটু ধীরেই ওঁর কাছে এসেছিল। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ভারতকে তৃতীয় দিন মাত্র ১৭ ওভার বল করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে তার মধ্যেই বিপর্যয় ঘটে গিয়েছিল ভারতের টপ অর্ডারের। ৫১/৪ হয়ে গিয়ে অজি ইনিংসের থেকে পিছিয়ে পড়েছিল ৩৯৪ রানে।
অস্ট্রেলিয়ার টেলএন্ডার শেষদিকে দারুণ ব্যাটিংয়ের নমুনা তুলে ধরে দলকে ৪৪৫ পর্যন্ত পৌঁছে দেয়। তারপরেই দুরন্ত ওপেনিং স্পেলে মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড ভারতের টপ অর্ডারে ভাঙন ধরান। পারথে ভারত ২৯৫ রানে জেতার পর এডিলেডে একপেশেভাবে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছিল। সিরিজ আপাতত ১-১।