Advertisment

মন কষাকষি নয়, বিরাটকে সম্মানে মুড়ে দিলেন রোহিত! জানালেন কোহলিই সেরা

কোহলির উপস্থিতি জাতীয় দলের কাছে ভীষণ মূল্যবান। এমনটাই জানালেন এবার রোহিত শর্মা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতীয় ব্যাটিংয়ে সেরার সেরা দুই স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুজনেই দলের সাফল্যে একের পর এক ম্যাচে অবদান রেখেছেন। জাতীয় দলে কোহলির রাজত্ব চলছে প্রায় একদশক। অন্যদিকে, রোহিত সীমিত ওভারের ফরম্যাটে নিয়মিত হলেও টেস্টে জায়গা পাকা করেছেন ২০১৯-এ। তারপর থেকে তিন ফরম্যাটেই রোহিতের দাপট অব্যাহত।

Advertisment

২০১৩ থেকেই রোহিত সীমিত ওভারের ফরম্যাটে অপ্রতিরোধ্য। রানের পাহাড় গড়েছেন ওয়ানডে, টেস্টে। রোহিত-কোহলি দুজনে আপাতত জাতীয় দলের স্প্লিট ক্যাপ্টেন। রোহিত যেমন টি২০-র নেতৃত্ব সামলান, তেমন বিরাট আবার ওয়ানডে এবং টেস্ট দলের নেতা।

দুজনে মাঠে একে অন্যের পরিপূরক। ব্যাট হাতে একাধিক স্মরণীয় পার্টনারশিপে রো-কো জুটি ভারতকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পরে আপাতত ব্রেকে রয়েছেন রোহিত।

আরও পড়ুন: কিউয়িদের চূর্ণ করে ঐতিহাসিক জয়! অশ্বিন-জয়ন্তের মারণ স্পিনে মৃত্যু ল্যাথামদের

বিশ্রামে থাকার সময়েই এক সাক্ষাৎকারে বিরাট কোহলির জাতীয় দলের জন্য কতটা অপরিহার্য, তা জানান। বোরিয়া মজুমদারের চ্যাট শো-এ রোহিত জানিয়েছেন, "বিরাট কোহলির মত ব্যাটসম্যানের কোয়ালিটি সবসময় প্রয়োজন। টি২০-তে ৫০+ গড় রীতিমত বিস্ময়কর। কঠিন সময়ে একাধিক ম্যাচে ব্যাট হাতে ও দলকে ভরসা জুগিয়েছে। ও একজন সত্যিকারের লিডার। ওঁর উপস্থিতি দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।"

বিরাট কোহলির টি২০ ম্যাচের গড় রীতিমত ঈর্ষণীয়। টি২০ তো বটেই ওয়ানডে এবং টেস্টেও ৫০+ গড় কোহলির। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটেই এমন কীর্তি আর কারোর নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৬ টেস্টে কোহলি ৫১.০৮ গড়ে করেছেন ৭৭৬৫ রান। ২৫৪ ওয়ানডেতে কোহলির ৫৯.০৭ গড়ে রান ১২১৫৯। আর ৫২.০৩ গড়ে কোহলির টি২০-তে রান ৩২২৭। টি২০-তে কোহলিই দুনিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে অধিনায়ক হিসেবে ৩৮ জয়ে তিনিই পরিসংখ্যানের বিচারে ভারতের সফলতম ক্যাপ্টেন।

কোহলির সঙ্গেই রোহিতের পরিসংখ্যানও রীতিমত চোখ ধাঁধানো। ৪৩ টেস্টে ৪৬.৮৭ গড়ে হিটম্যান করেছেন ৩০৪৭ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর মালিক তিনি। ৪৮.৯৬ গড়ে ওয়ানডেতে রোহিতের রানসংখ্যা ৯২০৫। জাতীয় দলের হয়ে ১১৯ টি২০তে রোহিত করেছেন ৩১৯৭ রান। চারটে সেঞ্চুরি সমেত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team
Advertisment