Advertisment

ব্যাপক দুর্যোগে রাহানের ভাগ্য! আর হয়ত টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখা যাবে না

চূড়ান্ত খারাপ খেলার পরে টেস্ট দলে নিজের জায়গা হারাচ্ছেন রাহানে। নতুন ভাইস ক্যাপ্টেন হতে চলেছেন রোহিত শর্মা।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR একাদশে সাত দেশির কোটায় কারা দলে, কারা বাইরে! হিসাব দেখে মিলিয়ে নিন

গত মাসেই সরকারিভাবে টি২০-র নেতা হওয়ার দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। এবার হিটম্যান টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন হতে চলেছেন। অজিঙ্কা রাহানেকে সরিয়ে। এমনটাই খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সঙ্গেই রোহিতকে নতুন দায়িত্বে আনা হবে। এমনটাই বলা হয়েছে।

Advertisment

বেশ কিছুদিন ধরেই রোহিতের মতামত স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছিল। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রামে থাকলেও রোহিতের মতামত নেওয়া হয়েছে দল গঠনের ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী অমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যাওয়ার পরে ভারতের সফর নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে, সফর নির্দিষ্ট সূচি মেনেই হবে।

আরও পড়ুন: ইডেনে বোলিংয়ে ভেলকি জয় শাহের! সৌরভ-আজহারদের হারিয়ে বাজিমাত অমিত-পুত্রের

বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন হয়ে যাবে। রোহিতকে সম্ভবত দলের ভাইস ক্যাপ্টেন করা হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফর হচ্ছেই। তবে সূচি হয়ত অদল বদল ঘটবে। বোর্ডের তরফে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, বক্সিং ডে টেস্ট থেকে সফর শুরু হোক।"

ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় অজিঙ্কা রাহানের দলে জায়গা নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। গত পাঁচ বছরে রাহানের টেস্টে ব্যাটিং গড় মাত্র ৩৬। ইংল্যান্ড সফরে ৭ ইনিংসে ব্যাট হাতে রাহানে করেছিলেন মাত্র ১০৯ রান।

এর আগে কোহলির অনুপস্থিতিতে রাহানে একাধিকবার জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। কানপুরেও রাহানে ক্যাপ্টেন হয়েছিলেন। চলতি বছরের শুরুতে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টে রাহানের ক্যাপ্টেনশিপে ভারত দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছিল।

কানপুরে দুই ইনিংসে ব্যর্থতার পরে রাহানের জায়গা নিয়ে নতুন করে প্ৰশ্ন উঠে গিয়েছে। শ্রেয়স আইয়ার দুরন্ত অভিষেক ঘটিয়ে আরও চাপ বাড়িয়ে দিয়েছেন। বিরাট কোহলি ফিরে আসার পরে রাহানে দ্বিতীয় টেস্টে খেলছেন না 'চোটের' কারণে।

আরও পড়ুন: আর কতদিন টানা হবে পূজারাকে! ০ রানে বোল্ড হতেই চরম আক্রমণে তারকা, রইল ভিডিও

এদিকে জানা যাচ্ছে, ভারতের দক্ষিণ আফ্রিকা সফর এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। আগের সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা রওনা দেওয়ার কথা ছিল ভারতের। তবে সেই সূচি পিছোনো হচ্ছে।

গোটা সফরে ম্যাচের সংখ্যাতেও কাটছাঁট করা হচ্ছে। তিন ম্যাচ থেকে সম্ভবত দু টেস্টের সিরিজ হতে চলেছে। টি২০ সিরিজও বাতিল করে দেওয়া হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Ajinkya Rahane Indian Team Rohit Sharma
Advertisment