পোলার্ডকে গাড়ি থেকে নামিয়ে তাঁর ব্য়াগপত্র ফেলে দিলেন রোহিত

আচমকাই এমন কিছু রোহিতের কানে আসে, যার জন্য় তিনি গাড়ি থেকে পোলার্ডকে নামিয়ে দেন। এমনকী তাঁর ব্য়াগপত্রও ছুঁড়ে ফেলে দেন। পোলার্ডকে মাঝরাস্তায় ফেলেই বেরিয়ে যান হিটম্য়ান।

আচমকাই এমন কিছু রোহিতের কানে আসে, যার জন্য় তিনি গাড়ি থেকে পোলার্ডকে নামিয়ে দেন। এমনকী তাঁর ব্য়াগপত্রও ছুঁড়ে ফেলে দেন। পোলার্ডকে মাঝরাস্তায় ফেলেই বেরিয়ে যান হিটম্য়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma throws Kieron Pollard luggage from running car

পোলার্ডকে গাড়ি থেকে নামিয়ে তাঁর ব্য়াগপত্র ফেলে দিলেন রোহিত

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই ভারতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টি-২০ ও তিনটি ওয়ান-ডে সিরিজ খেলবে ইন্ডিয়া-উইন্ডিজ। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ইতিমধ্য়েই শুরু করে দিয়েছে আসন্ন সিরিজের প্রমোশন। এক অভিনব পন্থাতেই প্রচার করছে তারা।

Advertisment

টুইটারে একটি ভিডিও পোস্ট করছে স্টার স্পোর্টস ও রোহিত শর্মা। ভিডিও-তে দেখা যাচ্ছে পোলার্ড এসেছেন ভারতে। তাঁকে বিমানবন্দরে নিতে এসেছেন হিটম্য়ান। নিজে হাতেই পোলার্ডের ব্য়াগপত্র গাড়িতে গুছিয়ে দিলেন রোহিত। তারপর কার অডিও সিস্টেমে পোলার্ডের মনের মতো একটা গান চালিয়ে দেন টিম ইন্ডিয়ার স্টার ওপেনার।

আচমকাই এমন কিছু রোহিতের কানে আসে, যার জন্য় তিনি গাড়ি থেকে পোলার্ডকে নামিয়ে দেন। এমনকী তাঁর ব্য়াগপত্রও ছুঁড়ে ফেলে দেন। পোলার্ডকে মাঝরাস্তায় ফেলেই বেরিয়ে যান হিটম্য়ান। পুরো ঘটনা জানার জন্য় প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিওটি দেখতে হবে আপনাকে।

Advertisment

আরও পড়ুন-দিন-রাতের টেস্ট: গোলাপি বল নিয়ে কী বলছেন সৌরভ-কোহলি? দেখুন সেই ভিডিও

এই সিরিজে #UnfriendshipDay ব্য়বহার করছে স্টার। যার জন্য় পোলার্ড ইতিমধ্য়েই রোহিতকে সোশাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন। বাস্তবে পোলার্ড-রোহিতের সম্পর্ক শুধুই ক্রিকেটারের নয়, মুম্বই ইন্ডিয়ান্সের সৌজন্য়ে তাঁরা একসঙ্গে বহুবছর ড্রেসিংরুম শেয়ার করেছেন। হাতে তুলেছেন আইপিএল ট্রফি।

West Indies India Rohit Sharma