Rohit Sharma to retire: টেস্ট ক্রিকেট থেকে সম্ভবত বিদায় নিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের স্থায়ী অধিনায়ক সম্ভবত তাঁর অবসরের কথা ঘোষণা করবেন। এমনটাই দাবি করা হয়েছে এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বিসিসিআইয়ের শীর্ষ কর্তা এবং নির্বাচকরা ইতিমধ্যে এই সিদ্ধান্তের ব্যাপারে রোহিতের সঙ্গে কথা বলেছেন। রোহিত তাঁর সিদ্ধান্ত বদলাবেন, সেই সম্ভাবনাও বেশ কম। যদিও তাঁর অবসর ঘোষণার সঠিক সময় এখনও তিনি ঠিক করতে পারেননি। একথা জানিয়েও প্রতিবেদনে বলা হয়েছে যে সম্ভবত সিডনিতেই তিনি শেষ টেস্ট খেলবেন।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, একমাত্র যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আর রোহিত সিডনিতে ভালো খেলতে পারেন। কেবল তবেই তিনি সিদ্ধান্ত বদলাতে পারেন। সেক্ষেত্রে নির্বাচকরা বা বিসিসিআই কর্তারা রোহিতকে অবসরের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করতে পারেন।
বর্তমানে ভারত অধিনায়ক রীতিমতো সমস্যায় রয়েছেন। ৪র্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারতের বড়মাপের পরাজয়ের পরে তিনি নিজের পারফরম্যান্স নিয়ে অত্যন্ত 'বিরক্ত'। দলীয় সমস্যা ছাড়াও ব্যক্তিগতস্তরে বর্তমানে তাঁর দায়িত্ব বেড়েছে। সম্প্রতি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। কিন্তু, সেই সন্তানের প্রতি দায়িত্বও রোহিত পালন করতে পারছেন না। নির্বাচকদের কাছে সেজন্য সময় চাওয়ারও মুখ নেই রোহিতের। কারণ, তাঁর ফর্ম অত্যন্ত খারাপ।
চলতি সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে ৩১ রান করেছেন রোহিত। জসপ্রীত বুমরা চলতি সিরিজে ৩০টি উইকেট নিয়েছেন। তার চেয়ে রোহিত মাত্র একরান বেশি করেছেন। এই পরিস্থিতিতে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসরের সম্ভাবনা নিয়ে গোলমাল চরমে উঠেছে। সিডনিতে রোহিত যে দুর্দান্ত পারফরম্যান্স করবেন, তেমন নিশ্চয়তাও নেই।
এই পরিস্থিতিতে ব্যাটার হিসেবে এবং অধিনায়ক হিসেবে তিনি কী সিদ্ধান্ত নেবেন? সেই প্রশ্ন ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল ১৮৪ রানে হারার পর রোহিত নিজেই তাঁর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'আমি বর্তমানে বিশ্বাসী। আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেখানেই আছি। অতীত নিয়ে ভাবার সময় আমার নেই। এটা স্পষ্ট যে, ফলাফল আমাদের পক্ষে যায়নি। একজন অধিনায়ক হিসেবে, এটা বেশ হতাশার ব্যাপার।'
আরও পড়ুন- কুসংস্কার নয়, নিজের ওপর বিশ্বাস করি! স্টার্ককে মাঠেই তোপ যশস্বীর
তিনি আরও বলেন, 'আমরা যেটা করতে চাইছি, দেখা যাচ্ছে যে অনেক সময়ই সেটা করতে পারছি না। কেউ যদি কোনও কিছু করতে এসে সেটা করতে না পারে, তাতে হতাশা জন্মাবেই। আর এক্ষেত্রেও সেটাই হচ্ছে।'