Advertisment

টেস্ট ওপেনার হিসাবেও রোহিতের সাফল্য় নিয়ে নিশ্চিত বিক্রম রাঠোর

সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক আঙিনায়। হিটম্য়ান মোহিত করেছেন তাঁর ব্য়াটিং দক্ষতায়। এবার টেস্টেও তাঁকে ওপেনার হিসাবে দেখতে চাইছে ভারতীয় দলের থিঙ্ক ট্য়াঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma too good a player to not be playing in all formats

টেস্ট ওপেনার হিসাবেও রোহিতের সাফল্য় নিয়ে নিশ্চিত বিক্রম রাঠোর (টুইটার)

সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক আঙিনায়। হিটম্য়ান মোহিত করেছেন তাঁর ব্য়াটিং দক্ষতায়। এবার টেস্টেও তাঁকে ওপেনার হিসাবে দেখতে চাইছে ভারতীয় দলের থিঙ্ক ট্য়াঙ্ক।

-->
Advertisment

ভারতের নব্য়নিযুক্ত ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর মনে করছেন যে, রোহিত এত ভালই প্লেয়ার যে, তাঁর পক্ষে ক্রিকেটের সব ফর্ম্যাটে না-খেলাটাই আশ্চর্যের। রাঠোর আরও মনে করছেন যে, ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটেও রোহিত ওপেন করতে নেমে সফল হবেন।

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, বাদ রাহুল, এলেন শুভমান গিল

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওপেন করতে নেমে চূড়ান্ত ব্য়র্থ হয়েছেন রাহুল। ফলে তাঁর পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত এসেছেন। ডাক পেয়েছেন শুভমান গিলও। সম্ভবত এই জুটিই ওপেন করতে পারেন সাদা জার্সিতে। রোহিতের প্রসঙ্গে রাঠোর বলছেন, "যে কোনও ফর্ম্যাটেই রোহিত ভাল করতে পারে। ও এতটাই ভাল প্লেয়ার। এটাই সকলে ভাবে। সাদা বলের ক্রিকেটে ও অসাধারণ করেছে। টেস্টে ওপেনার হিসাবে ওর সফল না-হওয়ার কোনও কারণ দেখছি না। ও যদি টেস্টে ওপেনার হিসাবে সুযোগ পায় তাহলে ও সফল হবেই।"

-->

রোহিত উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন। কিন্তু প্রথম একাদশে তিনি সুযোগ পাননি। দেশের জার্সিতে হিটম্য়ান ২৭টি টেস্ট খেলে ১৫৮৫ রান করেছেন। তাঁর গড় ৩৯.৬২। তিনটি সেঞ্চুরি ও ১০টি ফিফটি রয়েছে তাঁর। রাঠোর মনে করছেন, রোহিত যদি টেস্টে ভাল করতে পারেন, তিনি দলের সম্পদ হতে চলেছেন।

BCCI Rohit Sharma
Advertisment