Advertisment

Gambhir's Varun Chakaravarthy masterstroke: গম্ভীরের বরুণ চক্রবর্তী-ট্যাকটিক্সের পিছনে রোহিত-কোহলির হাত! বড় আপডেট সরাসরি

Gambhir's Varun Chakaravarthy masterstroke: ঘরোয়া ক্রিকেট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দুর্দান্ত পারফর্ম করা বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও দলে নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir-Varun Chakaravarthy: গৌতম গম্ভীর ও বরুণ চক্রবর্তী

Gautam Gambhir-Varun Chakaravarthy: গৌতম গম্ভীর ও বরুণ চক্রবর্তী। (ছবি- টুইটার)

Gambhir's Varun Chakaravarthy masterstroke: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি২০ সিরিজে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর, ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে নাগপুরে ভারতের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রাথমিকভাবে বরুণকে নেওয়া হয়নি। তবে মঙ্গলবার তাঁকে নেটে বোলিং করতে দেখা গেছে। যাতে প্রশ্ন উঠেছে, বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও নেওয়া হবে কি না? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের হস্তক্ষেপেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে বরুণকে নেওয়া হয়েছে। তবে, এই স্পিনারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা দিতে হলে প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে গম্ভীরকে কথা বলতে হবে।

Advertisment

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, গম্ভীর চান চক্রবর্তী যেন তাঁর পারফরম্যান্স একদিনের সিরিজেও বজায় রাখেন। আর, নেটে তিনি যেন যত বেশিসম্ভব বিরাট কোহলি, রোহিত শর্মা ও ঋষভ পন্থকে বল করেন। চক্রবর্তী সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন। গত মাসে শেষ হওয়া বিজয় হাজারে ট্রফি টুর্নামেন্টে, তামিলনাড়ুর এই স্পিনার ৬ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন। যা বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে, তিনি ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হয়েছেন।

চক্রবর্তীকে পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। প্রতিবেদনে প্রকাশ, ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে নামানো না হলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বরুণের থাকার সম্ভাবনা কমে যাবে। তবে হাতে এখনও সময় আছে। কারণ, আইসিসি টুর্নামেন্টের চূড়ান্ত দলের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারত ইতিমধ্যেই চার স্পিনার নিয়ে রেখেছে। তার মধ্যে দু'জন বাঁ-হাতি- রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। একজন ডানহাতি অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর। অন্যজন লেগ-স্পিনার কুলদীপ যাদব। কুলদীপ ২০২৪ সালের অক্টোবরে স্পোর্টস হার্নিয়া সার্জারির পর ভারতীয় দলে ফিরতে চলেছেন।

তবে সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চক্রবর্তী তামিলনাড়ু রঞ্জি দলে না থাকায়, গম্ভীর তাঁকে কেবল নেট বোলার হিসেবে ভারতীয় ওয়ানডে দলে যোগদানের জন্য ডেকেছিলেন। এই প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, 'টিম ম্যানেজমেন্ট চেয়েছিল বরুণ ইংল্যান্ড সিরিজের আগে ওয়ানডে দলের নেটে বোলিং করুক। বরুণ আপাতত লাল বলের ক্রিকেট খেলছেন না। ঘরোয়া সাদা বলের মরশুম ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। মার্চের শেষের দিকে আইপিএল শুরু হওয়ার আগে তাই বরুণের কোনও ঘরোয়া ম্যাচ নেই। সেই কারণেই টিম ম্যানেজমেন্ট চায়, বরুণ বোলিং চালিয়ে যাক। কারণ, ও ছন্দে আছে।'

Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণের খেলার সম্ভাবনা আছে কি না, এই প্রসঙ্গে বোর্ডের সূত্র জানিয়েছে, 'নির্বাচকরা ইতিমধ্যেই চার জন স্পিনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য বেছে নিয়েছেন। তার আগে দলের হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচ আছে। টিম ম্যানেজমেন্ট যদি বরুণকে চায়, তাহলে অবশ্যই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্যদের কথা বলতে হবে। তারা কী চাইছে, এখনও জানা যায়নি।'

আরও পড়ুন- টাকা এখনও বকেয়া! বাংলাদেশ ক্রিকেটারদের কিট ফেরত দিতে অস্বীকার বাস ড্রাইভারের

ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তার আগে তিনি শেষবার দুবাইয়ে ২০২১ সালের টি২০ বিশ্বকাপে খেলেছিলেন। সেই সময় তিনি খুব একটা ভালো খেলতে পারেননি। ৩৩ বছর বয়সি এই স্পিনার তারপর থেকে অনেক উন্নতি করেছেন। তাঁর স্পিনের বৈচিত্র্যকে পরিমার্জিত করেছেন। তাঁর পারফরম্যান্স তাতে ভালোই হয়েছে। শেষ পর্যন্ত বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে জায়গা পান কি না, সেটাই এখন দেখার।

cricket ODI Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India Varun Chakaravarthy
Advertisment