ফের একবার ভারতীয় দলের ব্য়াটন তাঁর হাতে। অধিনায়কত্বের গুরুদায়িত্ব রোহিত শর্মার কাঁধে। দেশের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে। ফলে হিটম্য়ান নেতৃত্ব দেবেন দলকে।
আগামিকাল মাহমুদুল্লাহের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। প্রথম ম্য়াচ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
আরও পড়ুন-India vs Bangladesh, 1st T20I: বিশ্বকাপের আগে এই সিরিজ তরুণদের অডিশন মঞ্চ
প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে রোহিতের বুঝিয়ে দিলেন অধিনায়ক হিসাবে দলকে কোন জায়গায় দলকে নিয়ে যেতে চান তিনি। রোহিত বলছেন, "অধিনায়ক হিসাবে আমার কাজটা খুব সোজা। আমি দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে বিরাট ছেড়ে এসেছে। আমি সীমিতবার অধিনায়কত্বের সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি বিরাট এই দলটাকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেখান থেকেই এগিয়ে নিয়ে যেতে।"
রোহিতের নেতৃত্বে গতবছর ভারত এশিয়া কাপে এই বাংলাদেশকেই হারিয়েছিল। শাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো স্টার ক্রিকেটার এই দলটায় নেই। তবুও পদ্মাপারের দেশকে সমীহ করছেন রোহিত। তিনি বললেন, "আমি বুঝতে পারছি ওদের দু'জন গুরুত্বপূর্ণ প্লেয়ার (শাকিব-তামিম) নেই। তবুও ওরা ভাল দল। ওরা যে কোনওদিন যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। এই টিমে অনেক পরিণত প্লেয়াররা আছে, যাঁরা দীর্ঘদিন ধরে খেলছে।"
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের সেরাটাই উজাড় করে দেয়, সেকথাও জানাতে ভুললেন না হিটম্য়ান। তাঁর সংযোজন, "আমাদের বিরুদ্ধে ওরা বরাবরই খুব ভাল পারফর্ম করে। শুধু ঘরের মাটিতেই নয়, যেখানেই সুযোগ পায় সেখানেই। আমাদের সবসময় চাপে রাখে। ফলে বাংলাদেশকেল অন্যভাবে দেখার কোনও প্রশ্নই নেই।"