Advertisment

India vs Bangladesh, 1st T20I: বিরাটের নীতিতেই দলকে এগিয়ে নিয়ে যেতে চান রোহিত

ফের একবার ভারতীয় দলের ব্য়াটন তাঁর হাতে। অধিনায়কত্বের গুরুদায়িত্ব রোহিত শর্মার কাঁধে। দেশের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে। ফলে হিটম্য়ান নেতৃত্ব দেবেন দলকে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

রোহিত শর্মা (টুইটার)

ফের একবার ভারতীয় দলের ব্য়াটন তাঁর হাতে। অধিনায়কত্বের গুরুদায়িত্ব রোহিত শর্মার কাঁধে। দেশের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে। ফলে হিটম্য়ান নেতৃত্ব দেবেন দলকে।

আগামিকাল মাহমুদুল্লাহের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। প্রথম ম্য়াচ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

আরও পড়ুন-India vs Bangladesh, 1st T20I: বিশ্বকাপের আগে এই সিরিজ তরুণদের অডিশন মঞ্চ

প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে রোহিতের বুঝিয়ে দিলেন অধিনায়ক হিসাবে দলকে কোন জায়গায় দলকে নিয়ে যেতে চান তিনি। রোহিত বলছেন, "অধিনায়ক হিসাবে আমার কাজটা খুব সোজা। আমি দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে বিরাট ছেড়ে এসেছে। আমি সীমিতবার অধিনায়কত্বের সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি বিরাট এই দলটাকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেখান থেকেই এগিয়ে নিয়ে যেতে।"

Advertisment
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের সেরাটাই উজাড় করে দেয়, সেকথাও জানাতে ভুললেন না হিটম্য়ান। তাঁর সংযোজন, "আমাদের বিরুদ্ধে ওরা বরাবরই খুব ভাল পারফর্ম করে। শুধু ঘরের মাটিতেই নয়, যেখানেই সুযোগ পায় সেখানেই। আমাদের সবসময় চাপে রাখে। ফলে বাংলাদেশকেল অন্যভাবে দেখার কোনও প্রশ্নই নেই।"
India Bangladesh Virat Kohli Rohit Sharma
Advertisment