Advertisment

পন্থের ব্যাটিং অর্ডার নিয়ে সাংবাদিকের প্রশ্ন রোহিতকে, হিটম্য়ানের উত্তরে উঠল হাসির রোল

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টিম লিস্টে পরিস্কার উল্লেখ করে দেওয়া হয়েছিল যে, চার নম্বর জায়গায় খেলবেন পন্থ। বিজয় শঙ্করের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন দেশের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্যান। কিন্তু পন্থকে চার নম্বরে ব্যাট করতে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
You all wanted Rishabh Pant to play, there he is at No. 4: Rohit Sharma's epic reply to journalist

পন্থের ব্যাটিং অর্ডার নিয়ে সাংবাদিকের প্রশ্ন রোহিতকে, হিটম্য়ানের উত্তরে উঠল হাসির রোল

ICC World Cup 2019, India vs England: ইংল্য়ান্ডের বিরুদ্ধে অবশেষে প্রথম একাদশে সুযোগ পান ঋষভ পন্থ। বিশ্বকাপের প্রথম ম্য়াচেই নিজের ছাপ রাখেন তিনি। ২৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস আসে পন্থের ব্য়াট থেকে। পন্থের ফ্য়ানেরাও বেজায় খুশি হয়েছিলেন তাঁকে দেশের জার্সিতে বিশ্বকাপে দেখতে পেরে।

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টিম লিস্টে পরিস্কার উল্লেখ করে দেওয়া হয়েছিল যে, চার নম্বর জায়গায় খেলবেন পন্থ। বিজয় শঙ্করের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন দেশের তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্যান। কিন্তু পন্থকে চার নম্বরে ব্যাট করতে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। সেই জায়গায় কেদার যাদবের নামটাই প্রত্যাশিত ছিল। ধরে নেওয়া হয়েছিল পন্থ ছয় বা সাতে নামবেন হয়তো। পন্থকে চার নম্বরে দেখে অনেকে অবাক হলেও চমকাননি রোহিত শর্মা।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিষেক পন্থের, বিজয় শঙ্করকে বসাল ভারত

ইংল্য়ান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো রোহিতই ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন। রোহিতের সঙ্গে তৃতীয় উইকেট পার্টনারশিপে স্কোরবোর্ডে ৫২ রান যোগ করেছিলেন পন্থ। রোহিতকে এক সাংবাদিক প্রশ্ন করেন, "আচ্ছা রোহিতকে চারে দেখে আপনি চমকে যাননি?" হিটম্যানের সরস উত্তর শুনে হাসির রোল উঠে সাংবাদিকদের মধ্যে। হিটম্যান বলেন, "না আমি চমকাইনি। আপনারা সবাই চেয়েছিলেন পন্থ খেলুক, তাই তো? ভারত ছেড়ে আসার পর থেকেই শুনছি, কোথায় ঋষভ পন্থ? কোথায় ঋষভ পন্থ? এই তো ও, চারে।" রোহিত আরও বলেন যে, বিশ্বকাপের প্রথম ম্যাচে পন্থের ওপর সেঅর্থে কোনও প্রত্যাশা রাখা যায় না। পন্থ যাতে ক্রিজে এসে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শট নিতে পারেন বলেই তাঁকে চারে নামানোর সিদ্ধান্ত।

শের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এই বিশ্বকাপ শুরুর আগে থেকেই পন্থকে দলে নেওয়ার কথা বলে আসছিলেন। কিন্তু বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পন্থের সিঁকে ছেড়েনি। অভিজ্ঞতার ভারে এগিয়ে থাকায় দীনেশ কার্তিককে দলে নিয়েছিল বোর্ড। পন্থকে দেশে রেখেই বিরাট কোহলিরা ইংল্যান্ডে উড়ে যান। কিন্তু শিখর ধাওয়ান চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় পন্থকে ব্য়াক-আপ হিসেবে ইংল্যান্ডে উড়িয়ে আনে ভারত।

Rohit Sharma Rishabh Pant Cricket World Cup
Advertisment