দুরন্ত প্রত্যাবর্তনে লিভারপুলকে হারিয়েও ইতিহাস লেখা হল না রোমার। য়ুরগেন ক্লপের টিম পৌঁছে গেল ফাইনালে। আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল।
বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে নেমেছিল লিভারপুল। প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুল ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়েছিল রোমাকে। মাঠে আগুন জ্বালিয়েছিলেন মহম্মদ সালাহ। দ্বিতীয় লেগের ম্যাচে রোমা জিতল ৪-২ ব্যবধানে। কিন্তু দুই পর্ব মিলিয়ে লিভারপুল ৭-৬ জিতেই কিয়েভের টিকিট সংরক্ষণ করল।
আরও পড়ুন, ম্য়াজিক দেখালেন মহম্মদ সালাহ, রোমাকে গোলের মালা পরাল লিভারপুল
???? A mouth-watering 2018 UEFA Champions League final! ????
Real Madrid or Liverpool?#UCLfinal #UCL pic.twitter.com/wQsKkUHK9H
— UEFA Champions League (@ChampionsLeague) May 2, 2018
এদিন ম্যাচের নয় মিনিটে সাদিও মানের গোলে লিভারপুল এগিয়ে গিয়েছিল। এর ছ মিনিট পরেই জেমস মিলনারের আত্মঘাতী গোল রোমাকে সমতায় ফিরিয়ে আনে। এরপর ২৫ মিনিটে জর্জিনিও উইজনালডাম ব্যবধান বাড়ান। বিরতিতে ২-১ এগিয়ে মাঠ ছাড়ে ক্লপ অ্যান্ড কোং। দ্বিতীয়ার্ধে রোমা খেলায় ঝড় তুলে দেয়। ৫২ মিনিটে এডিন ডেকো গোল করে স্কোরলাইন ২-২ করেন। ম্যাচের ৮৬ মিনিটে রাদজা নায়নগোলান রোমাকে এগিয়ে দেন। তিনিই আবার ৯৪ মিনিটে পেনাল্টিতে গোল করে ফের ব্যবধান বাড়ান। এত কিছু সত্ত্বেও রোমার লড়াই শেষ পর্যন্ত মাঠে মারা গেল। শেষ হাসি হাসলেন ক্লপই।
Klopp ❤️#UCLfinal pic.twitter.com/jHQcayEuPC
— UEFA Champions League (@ChampionsLeague) May 2, 2018
অন্যদিকে মঙ্গলবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠেছে শেষ দু বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের সঙ্গে ২-২ ড্র করেছে রিয়াল। কিন্তু দু লেগ মিলিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা ৪-৩ জিতে ফাইনাল খেলছে। টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ ফাইনালে দ্বিতীয়বার ফাইনাল খেলার হ্যাটট্রিক গড়ল তারা। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে শেষ দুবারের চ্যাম্পিয়ন টিম রিয়াল।
আরও পড়ুন, টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ