ব্যালন ডি’আর বলতেই চোখের সামনে ভেসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। গত ১০ বছর এই ট্রফি ঘুরিয়ে-ফিরিয়ে উঠেছে আর্জেন্তাইন রাজপুত্র ও পর্তুগিজ জাদুকরের হাতে। সিআর সেভেন ও এলএম টেন দু’জনেই পাঁচবার করে পেয়েছেন ব্যালন ডি’অর।
এবার রোনাল্ডো আর মেসির প্যানেল ঠিক করবে কে পাবেন ব্যালন ডি’অর। যদিও এই ব্যালন ডি’অরে সিনিয়র ফুটবলারদের নয়। ব্যালন ডি’অর পরিবারের নয়া সদস্যের নাম ট্রফি কোপা। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের প্রাক্তন স্ট্রাইকরা রেনল্ড কোপার নামেই ট্রফির নামকরণ করা হয়েছে। ১৯৫৮ সালে কোপাই প্রথম ব্যালন ডি’অর পেয়েছিলেন। এবার থেকে ট্রফি কোপা তুলে দেওয়া হবে বছরের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের হাতে।
আরও পড়ুন: রোনাল্ডোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কোনও টিমই নয়: মেসি
শুধু রোনাল্ডো বা মেসিই থাকছেন না এই প্যানেলে। ৩৩ সদস্যের স্কোয়াড বেছে নেবে কোপা ট্রফি বিজেতার নাম। ব্যালন ডি’আর জীবিত সব ফুটবলারই অংশ নেবেন এই বাছাই পর্বে। এখানেই শেষ নয় মহিলা ফুটবলারদের জন্যও থাকছে ব্যালন ডি’অর। যে সব ক্রীড়া সাংবাদিক মহিলাদের ফুটবল নিয়ে কাজকর্ম করেন তাঁরাই ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন বিজেতাকে। ৩ ডিসেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে।
অন্যদিকে উয়েফার পর ফের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন লুকা মডরিচ। এবারও সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়েই শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। মঙ্গলবার রাতে লন্ডনে বসেছিল ফিফা-র বার্ষিক পুরস্কার প্রদানের অনুষ্ঠান। সেখানেই মডরিচের মুকুটে যুক্ত হয়েছে এই পালক।