/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/Ronaldo.jpg)
গোলহীন সেরি আ অভিষেক রোনাল্ডোর, পারফরম্যান্সে খুশি কোচ
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের হয়ে শনিবার চিয়েভোর বেনতেগোরি স্টেডিয়ামে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাস বি দলের বিরুদ্ধে প্রাক মরসুম ম্যাচে মাঠে নামার আট মিনিটেই গোল করেছিলেন সিআর সেভেন। কিন্তু সেরি আ অভিষেকে সাতবারের প্রচেষ্টাতেও গোলের দেখা পেলেন না পর্তুগিজ মহাতারকা। যদিও জুভেন্তাস পিছিয়ে পড়ে চিয়েভোর বিরুদ্ধে ৩-২ গোলে জিতল। টুইটারে সিআর সেভেন জানিয়েছেন যে, দলের জয়ে খুশি হয়েছেন তিনি।
Felice per la prima vittoria con la maglia della Juve!???????? pic.twitter.com/JiVtoQTRlh
— Cristiano Ronaldo (@Cristiano) August 18, 2018
FT - RIMONTA PAZZESCA COMPLETATA!!! I PRIMI 3 PUNTI DELLA STAGIONE, 3 PUNTI DI CARATTERE! ????????????
????️???? #FinoAllaFine#ForzaJuve ????️???? pic.twitter.com/LVWLJjFN7u
— JuventusFC (@juventusfc) August 18, 2018
আরও পড়ুন: জুভেন্তাসে রোনাল্ডো, কী বলছেন পেলে!
বেনতেগোরি স্টেডিয়ামটি ভেরোনার শহরতলিতে। কোনও ফুটবলারকে নিয়ে অতীতে এই স্টেডিয়ামে মাতামাতি করতে দেখা যায়নি। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে দেখার জন্য ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামের সব টিকিট সপ্তাহখানেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল।
২০১১ থেকে টানা সাতবার সেরি আ জিতেছে জুভেন্তাস। অষ্টমবার শিরোপা জয়ের লক্ষ্যে তাঁর। জুভেন্তাস পেয়ে গিয়েছে খোদ রোনাল্ডোকেই। ফলে দলের শখ্তি অনেকটাই বেড়েছে। কিন্তু প্রথম ম্যাচে রোনাল্ডোর গোল না-পাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন মাসিমিলিয়ানো আলেগ্রি। উল্টে তিনি সিআর সেভেনের পারফরম্যান্সে খুশি। ম্যাচ শেষে আলেগ্রি বলেছেন, “ দেখুন রোনাল্ডো সবেমাত্র সাতদিন আমাদের সঙ্গে ট্রেনিং করেছে। এটা দুর্ভাগ্যজনক যে, ও গোল পায়নি। কিন্তু আজ সোরেন্তিনো ওর অনেকগুলো শট আটকে দিয়েছে। কিন্তু ও সত্যিই ভাল খেলেছে। তবে আমার সবচেয়ে যেটা ভাল লাগছে যে, রোনাল্ডোর দলের সঙ্গে খুব ভালভাবে মানিয়ে নিয়েছে। ড্রেসিংরুমে ও বড্ড খুশি।”