Fan invades pitch to meet Riyan Parag: কলকাতার পর এবার গুয়াহাটি। ফের কেকেআরের ম্যাচে মাঠে ঢুকে পড়ল দর্শক। আর, পা ছুঁয়ে খেলোয়াড়কে প্রণাম করল। এর আগে এমন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতার ইডেন গার্ডেনস। ২২ মার্চ, শনিবার এবারের আইপিএলের প্রথম ম্যাচে আরসিবির বিরাট কোহলির পা ছুঁয়ে হাজতবাস করেছেন বর্ধমানের জামালপুরের এক তরুণ। এবার বুধবার, অসমের গুয়াহাটিতে মাঠে ঢুকে রাজস্থান রয়্যালসের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগের পা ছুঁয়ে প্রণাম করলেন এক ভক্ত। যার ফলে কলকাতার ইডেনের পাশাপাশি, গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেও আইপিএল চলাকালীন নিরাপত্তা ভঙ্গের অভিযোগ উঠল।
ঘটনার সময় পরাগ বোলিং করছিলেন। কেকেআরের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৫২ রান। সেই সময় দেখা যায়, এক অনুরাগী আচমকা মাঠে ছুটে এসেছেন। পরাগকে প্রণাম করার পর তাঁকে জড়িয়ে ধরলেন। এইসময় নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই অনুরাগীকে সরিয়ে নিয়ে যান। অসম পরাগের নিজের রাজ্য। সেখানে তিনি রাজস্থান দলের অধিনায়কত্ব করছেন। এটাই অসমে রাজস্থানের হয়ে পরাগের প্রথম অধিনায়কত্ব। এই নিয়ে রাজস্থানের তিনটি ম্যাচে অধিনায়কত্ব করলেন পরাগ। রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন আঙুলে চোট পেয়েছেন। সেই জন্যই অধিনায়কত্বের দায়িত্ব পরাগের ঘাড়ে চাপানো হয়েছে।
স্যামসন অবশ্য বুধবার এবং হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের প্রথম ম্যাচে খেলেছেন। কিন্তু, সেটা স্রেফ ব্যাটার হিসেবে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স ব্যাটিংয়ে ছাড়পত্র দেওয়ার পরই স্যামসন ব্যাট করছেন। তবে, তাঁকে এখনও উইকেটকিপিং করতে দেওয়া হচ্ছে না। বরং, তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামছেন। যাইহোক, তাঁর দল জিতুক ছাই না জিতুক, অসমে যে পরাগের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, বুধবারের ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিনি অসমের আইপিএল খেলা প্রথম ক্রিকেটার। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের দুটো ম্যাচ পড়েছে। আর, সেখানেই প্রমাণ হল যে পরাগই হলেন আরআর-এ সঞ্জু স্যামসনের যোগ্য উত্তরসূরি।
আরও পড়ুন- দলে ফিরছেন আভেশ, কামিন্সের হায়দ্রাবাদকে টক্কর দিতে কেমন দল সাজাচ্ছে পন্থের লখনউ?
কেকেআরের বিরুদ্ধে বুধবারের ম্যাচে পরাগ ১৫ বলে ২৫ রান করেছেন। নেমেছিলেন তিন নম্বরে। কিন্তু, বরুণ চক্রবর্তীর বলে গুরুত্বপূর্ণ সময়ে তিনি আউট হয়ে যান। চার ওভার বল করে বিনা উইকেটে পরাগ ২৫ রান দিয়েছেন। তবে, তাঁর নেতৃত্বাধীন দল রাজস্থান চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি। তারা পরবর্তী ম্যাচও গুয়াহাটিতেই খেলবে। ৩০ মার্চ ওই ম্যাচ হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।