Advertisment

বাংলাদেশের হেড কোচ হলেন রাসেল ডমিঙ্গো! চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি-র

বিসিবি-র তরফে তিন জন কোচের নাম শর্ট লিস্টেড করে ফেলা হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম রাসেল ডমিঙ্গো। বাকি দু-জন হলেন মাইক হেসন এবং মিকি অর্থার। ভারতের হেড কোচের দৌড়েও প্রবলভাবে ছিলেন মাইক হেসন।

author-image
IE Bangla Web Desk
New Update
russell domingo

রাসেল ডমিঙ্গো বাংলাদেশের হেড কোচ (টুইটার)

ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে বেছে নেওয়া হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই শনিবারে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের নাম চূড়ান্ত করে ফেলল বিসিবি। রাসেল ডমিঙ্গোই এবার বাংলাদেশের হেড কোচের পদে বসছেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা-এ দলের দায়িত্বে রয়েছেন ডমিঙ্গো। ২১শে অগাস্ট থেকে সরকারিভাবে বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। আপাতত ২ বছরের জন্য বিসিবি-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। এর অর্থ, ভারতীয়-এ দলের বিরুদ্ধে আসন্ন দক্ষিণ আফ্রিকা-এ দলের সিরিজে তিনি আর দায়িত্বে থাকছেন না।

Advertisment

বিসিবি-র তরফে তিন জন কোচের নাম শর্ট লিস্টেড করে ফেলা হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম রাসেল ডমিঙ্গো। বাকি দু-জন হলেন মাইক হেসন এবং মিকি অর্থার। ভারতের হেড কোচের দৌড়েও প্রবলভাবে ছিলেন মাইক হেসন। অন্যদিকে, মিকি আর্থার পাকিস্তানের কোচ ছিলেন। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। যাইহোক, কিছুদিন আগেই বাংলাদেশে এসে বিসিবি-র দফতরে ইন্টারভিউতে গিয়েছিলেন ডমিঙ্গো। তাঁর প্রেজেন্টেশনে প্রভাবিত হয়েছেন কোচ নির্বাচনের দায়িত্বে থাকা বিসিবি কর্তারা।

আরও পড়ুন

ছেঁটে ফেলা হল ভারতীয় কোচ! দায়িত্বে কোহলিরই প্রাক্তন গুরু ভেত্তোরি

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ ছিলেন টানা পাঁচ বছর। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার কোচের পদে আসেন তিনি। তারপরে ২০১৭ পর্যন্ত দায়িত্বে ছিলেন। ডমিঙ্গোর মেয়াদ শেষের পরে পুনরায় আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কাছে। তবে তাঁকে সরিয়ে দায়িত্বে আনা ওটিস গিবসনকে। ঘটনাচক্রে, রাসেল ডমিঙ্গো এমন একজন কোচ যিনি কখনও আন্তর্জাতিক পর্যায় তো বটেই নিজের দেশেও সিনিয়র পর্যায়ে ক্রিকেট খেলেননি। কোনও প্রথম শ্রেণির ম্যাচ কিংবা লিস্ট-এ ম্যাচে খেলেননি তিনি।

বাংলাদেশে আপাতত দক্ষিণ আফ্রিকান কোচেদের আধিক্য। রাসেল ডমিঙ্গোর আগেই বিসিবি কর্তারা জাতীয় দলে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে নীল ম্য়াকেঞ্জি এবং চার্ল ল্যাঙ্গভেল্টকে এনেছেন। রাসেল ডমিঙ্গোকে আনা হল ব্রিটিশ কোচ স্টিভ রোডসের জায়গায়। শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে স্টিভ রোডসকে কোচ করে আনা হয়। তাঁর সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল বিসিবি-র। তবে বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্সের পরেই পুরো কোচিং স্টাফ ছেঁটে ফেলা হয়।

Read the full article in ENGLISH

cricket Bangladesh
Advertisment