Ruturaj Gaikwad Slams Ranji Trophy Umpire: মহারাষ্ট্র দলে তাঁর সতীর্থ অঙ্কিত বাওয়ানের বিতর্কিত আউটের পর প্রতিপক্ষ সার্ভিসেস এবং রঞ্জি ট্রফিতে আম্পায়ারিংয়ের তীব্র নিন্দায় সরব হলেন টিম ইন্ডিয়ার খেলোয়াড় রুতুরাজ গায়কোয়াড়। এনিয়ে তিনি ইনস্টাগ্রামে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার রঞ্জি ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের সিরিজে ভারতীয় এ দলের অধিনায়কত্ব করছেন। তাঁর বদলে মহারাষ্ট্রের অস্থায়ী অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন অঙ্কিত বাওয়ান। তিনি ম্যাচে একটি ক্যাচে আউট হয়েছেন। কিন্তু, সেই ক্যাচ বিতর্কিত। আর, এনিয়েই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রুতুরাজ। আম্পায়ারের সঙ্গেই তিনি তুলোধনা করেছেন প্রতিপক্ষ সার্ভিসেসকেও।
এই ম্যাচে সার্ভিসেস প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র তিন উইকেটে তোলে ৬৩ রান। অধিনায়ক বাওয়ানে তার মধ্যেই একা লড়াই করছিলেন। তিনি করেন ৭৩ রান। এই সময় দ্বিতীয় স্লিপে এসজি রোহিলার হাতে ক্যাচ দিয়ে বাঁহাতি স্পিনার অমিত কুমারের বলে আউট হন বাওয়ানে। রিপ্লেতে দেখা গিয়েছে, বলটা বাওয়ানের ব্যাটের বাইরের দিকে লেগে স্লিপে ফিল্ডারের কাছে পৌঁছেছে। বাওয়ানে প্রথম দাবি করেছিলেন, বলটা বাউন্স হয়েছে। তিনি ক্রিজেই দাঁড়িয়েছিলেন। কিন্তু, সার্ভিসেসের উইকেটরক্ষক ও স্লিপ ফিল্ডাররা আউটের দাবি জানান। তাতে সাড়া দিয়ে মাঠ আম্পায়ার নিখিল মেনন ও পি জয়পাল ম্যাচ রেফারি অমিত শর্মার সঙ্গে পরামর্শ করে বাওয়ানেকে ক্যাচ আউট ঘোষণা করেন।
এই আউট নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকাররাও। রিপ্লে দেখানোর সময় একজন ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, 'আমার মনে হয়, সিদ্ধান্তটা ঠিক হল না। বলটা ড্রপ খেয়ে ফিল্ডারের হাতে পৌঁছয়। আরও একটু ভালো করে দেখাটা উচিত ছিল। আম্পায়ার আউট দিলে সিদ্ধান্তটা মানতেই হবে। তবে, ব্যাপারটা ভালো দেখাল না।' যাইহোক, আম্পায়ার আউট দেওয়ার পর বাওয়ানে প্যাভিলিয়নে ফিরে যান।
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান রুতুরাজ গায়কোয়াড়। তিনি অস্ট্রেলিয়া থেকে এই ম্যাচের খোঁজ রাখার সুযোগ পেয়েছেন। কারণ, মহারাষ্ট্র-সার্ভিসেস ম্যাচ, রঞ্জির চতুর্থ রাউন্ডে সম্প্রচারিত এবং লাইভ স্ট্রিম করা তিনটি ম্যাচের মধ্যে একটি। এই প্রসঙ্গে গায়কোয়াড় ইনস্টাগ্রামে লিখেছেন, 'একটা লাইভ খেলায় এভাবে আউট দেওয়া যায়? এ তো ক্যাচের জন্য আবেদন করতেও লজ্জা লাগা উচিত। সত্যিই একটা বেদনাদায়ক ব্যাপার।'
Ruturaj Gaikwad was fuming with Ankit Bawne's controversial dismissal against Services #RanjiTrophy2024
— Vijeet Rathi (@vijeet_rathi) November 7, 2024
Source: Gaikwad's Instagram story pic.twitter.com/HParORg3YQ
যাইহোক সার্ভিসেস এই ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১০ রানের লিড পেয়েছে। তাদের স্পিনার অমিত কুমার প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজের অস্ট্রেলিয়া থেকে রঞ্জি ম্যাচের খোঁজ রাখার প্রশংসা করেছেন অনেকেই। অক্টোবরে রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডে তিনটি ইনিংসে তিনি ৮৬, ০ এবং ১৪৫ রান করেছেন।
তারপরও বর্ডার-গাভাসকার ট্রফিতে তাঁকে টিম ইন্ডিয়ার সিনিয়র দলে রাখা হয়নি। তাঁর বদলে বাংলার ওপেনার অভিমন্যু ইশ্বরনকে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভারতের টি২০ সফর থেকেও ডানহাতি ব্যাটার রুতুরাজকে বাদ দেওয়া হয়েছে। রুতুরাজের প্রতি বিসিসিআইয়ের এই বঞ্চনাকে মানতে পারেননি মহরাষ্ট্রের ক্রিকেটার আজমি কাজি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, 'বিসিসিআই গত তিন মাস ধরে রুতুরাজকে নিয়ে ব্যাপক মজা করেছে। তাঁকে টি২০ আর একদিনের ম্যাচে নেওয়া হয়নি। দলীপ ট্রফি, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি খেলতে বাধ্য করা হয়েছে। আর, তারপর ইশ্বরন এসে তাঁকে সরিয়ে দিল। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু, বাস্তব।' অবশ্য কাজি একথা বললেও, ২৭ বছর বয়সি গায়কোয়াড় অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে এখনও পর্যন্ত তেমন দাগ কাটতে পারেননি। তিনি তিন ইনিংসে করেছেন- ০,৫ এবং ৪ রান।