শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। হাতে আর ১৪ দিন। তারপরেই ব্রিটিশ তল্লাটে শুরু ক্রিকেটের মেগাইভেন্ট। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুধু বল গড়ানোর অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই তাঁদের দল ঘোষণা করে দিয়েছে।
আইসিসিও জানিয়ে দিয়েছে কোন ২২ জন ম্যাচ অফিসিয়ালকে তারা ক্রিকেটের মহোৎসবের জন্য বেছে নিয়েছে। সদ্যসমাপ্ত আইপিএলের মাঝেই এই ঘোষণা করে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপের আগে দেখে নিন কাদের হাতে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য়।
আরও পড়ুন: শচীনকে ট্রোল করল আইসিসি, স্টেপআউট করে ওড়ালেন ‘ক্রিকেট ঈশ্বর’
২২ জন ম্যাচ অফিসিয়ালদের মধ্যে রয়েছেন একমাত্র ভারতীয় সুন্দরম রবি। তিনিই একমাত্র আইসিসি-র এলিট প্যানেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। রবির ঝুলিতে এখনও পর্যন্ত ৩৩টি টেস্ট, ৪২টি ওয়ান-ডে ও ১৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে। যদিও আইপিএলের দ্বাদশ সংস্করণে একটি ভুল সিদ্ধান্তের জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের একটি লিগের ম্যাচের খেলা চলছিল। ম্যাচের শেষ বলে আরসিবি-র জয়ের জন্য় সাত রান প্রয়োজন ছিল। লাসিথ মালিঙ্গা শেষ ওভারে বল করছিলেন। তাঁর শেষ বলটি নো ছিল। কিন্তু রবির চোখ এড়িয়ে গিয়েছিল। বিরাট কোহলির ক্ষোভ উগরে দিয়েছিলেন আম্পায়ারিং নিয়ে। এমনকী রোহিত শর্মাও জানিয়েছিলেন এরকম আম্পায়ারিং খেলার জন্য ভাল নয়।
ভারতের রবির মতোই বিতর্কে জড়ান মার্কিন মুলুকের নাইজেল লংও। এবারও সেই আরসিবি। বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলা চলছিল তাদের। উমেশ যাদবের একটি ডেলিভারিতে নো বলের সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। বিরাট কোহলি তাঁর প্রতিবাদ করায় নাইজেলের সঙ্গে কথা কাটাকাটি আর তর্কাতর্কি শুরু হয়ে যায়। নাইজেল রাগে ফুঁসতে থাকেন। ইনিংস ব্রেকের সময় তিনি আম্পায়ারদের ঘরের দরজা লাথি মেরেই ভেঙে ফেলেছিলেন উত্তেজনার বশে।তাঁকে অনেক টাকার ক্ষতিপূরণ দিতে হয়েছিল এই কাজের জন্য।নাইজেলই ফাইনালের আম্পায়ার ছিলেন।
বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা-
ম্যাচ রেফারি: ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট, জেফ ক্রো, রঞ্জন মদুগলে, রিচি রিচার্ডসন
আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গেফানে, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, নাইজেল লং, ব্রুস অক্সফোর্ড, সুন্দরম রবি, পল রেফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পাল্লিয়াগুরুগু এবং পল উইলসন।