Sachin Tendulkar regret story during India vs Pakistan: ক্রিকেটের ঈশ্বর বলা হয় তাঁকে। এমন কোনও কীর্তি নেই। যা তাঁর আয়ত্তের বাইরে। এত অর্জনের পরেও অধরা কিছু বিষয়ে এখনও অনুশোচনায় দগ্ধ হন তিনি। সম্প্রতি এই ভাইরাল ভিডিওয় শচীনকে বলতে শোনা গিয়েছে, কেরিয়ারে কোন অধরা অর্জন এখনও জ্বালাপোড়ায় তাঁকে? এই জবাবেই পুরোনো এক ম্যাচের কথা রোমন্থন করে বসেছেন শচীন।
১৯৯৯-এ পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। শচীন জানিয়েছেন, "বহুদিন আগের ঘটনা। খুব ক্লোজ ম্যাচ ছিল। হাতে ছিল মাত্র ৪ উইকেট। জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। সেই ম্যাচ আমরা ১২ রানে হেরে যাই। যেটা এখনও অনুশোচনায় ভাসিয়ে দিয়ে যায়।"
সেই সময়েই সঞ্চালক শচীনকে মনে করিয়ে দেন, তিনি শতরান করে সেই ম্যাচে আউট হয়েছিলেন। তবে সঞ্চালক পুরো বক্তব্য পেশ করার আগেই শচীন তাঁকে থামিয়ে বলে দেন, "হ্যাঁ, ভারতের মাত্র ১৬ রান দরকার ছিল। আর আমি আউট হয়ে গিয়েছিলাম!"
রুদ্ধশ্বাস সেই ম্যাচে শচীনকে ভুগিয়েছিল পিঠের ব্যথা। তিনি বলে দিয়েছেন, "সেই সময়েই আমার পিঠে ব্যথা শুরু হয়। এখনও মনে রয়েছে, আমি ড্রেসিংরুমে শুয়ে রয়েছি। গোটা শরীরে ভেজা কাপড় জড়িয়ে শুয়ে ছিলাম। কারণ পুরো শরীরে ক্রাম্প লাগছিল। প্রচন্ড হতাশ হয়ে শিশুর মত কাঁদছিলাম। সবথেকে বড় বিষয় একদমই ভালো অনুভব করছিলাম না।"
আরও পড়ুন: প্ৰথম টেস্টের সকালেই বৃষ্টি, পারথে কেমন থাকবেন আবহাওয়ার ধরণ, জেনে নিন
এমনকি ম্যাচ সেরার পুরস্কারও নিতে যায়নি সেদিন। চিপকে সেই ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাট করতে নেমেছিল। ৭৯.৫ ওভারে পাকিস্তান ২৩৮ রান তোলার ফাঁকে পাকিস্তান অলআউট হয়ে যায়। জবাবে প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে শচীন শূন্য রানে সাজঘরে ফেরেন। হাফসেঞ্চুরি করে সৌরভ এবং দ্রাবিড় ভারতকে দলগত ২৫৪-এ পৌঁছে দেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি করে যান শাহিদ আফ্রিদি। পাকিস্তান ২৮১ তোলার পর ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৭১ রানের। শচীন তেন্ডুলকর (১৩৬) এবং নয়ন মোঙ্গিয়ার অর্ধ শতরানের সৌজন্যে ভারত ২৫৪ তোলার ফাঁকে অলআউট হয়ে যায়।
১৭ রানে হেরে বসে টিম ইন্ডিয়া। জয়ের একদম সামনে যখন টিম ইন্ডিয়া চলে এসেছিল সেই সময়েই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। সাকলিন মুস্তাকের বলে আকরামের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান শচীন। পরের ওভারেই ওয়াসিম আকরামের বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অনিল কুম্বলে। সেই সময় ভারত ২৫৬ রানে আটকে ছিল।
পরের ওভারের প্ৰথম বলেই সাকলিন তুলে নেন সুনীল জোশিকে। ৮ রান করে জোশি ফেরার পর শেষ জুটিই ছিল ভারতের ভরসা। তবে সাকলিন পুনরায় পরের ওভারে শ্রীনাথকে বোল্ড করে ম্যাচে ফুলস্টপ ফেলে দেন।