Advertisment

শচীনকে বাদ দিল মোদী সরকার, ফের তুঙ্গে বিতর্ক

দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য তারকা ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। সেখান থেকেই বাদ পড়তে হল মাস্টার ব্লাস্টারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar and Narendrav Modi

শচীন তেন্ডুলকর ও নরেন্দ্র মোদী (টুইটার)

শচীন তেন্ডুলকর, বিশ্বনাথন আনন্দের মতো কিংবদন্তি ক্রীড়ানক্ষত্রদের এবার বাদ দেওয়া হল অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল থেকে। দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য তারকা ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। সেখান থেকেই বাদ পড়তে হল মাস্টার ব্লাস্টারকে। যা নিয়ে ফের একবার বিতর্কে মোদী সরকার।

Advertisment

২০১৫ সালে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল গঠন করা হয়েছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্যোগে। রাজ্যসভার সাংসদ হিসেবে সেই কমিটিতেই আনন্দের সঙ্গে রাখা হয়েছিল কিংবদন্তি ক্রিকেটারকে। সেই কমিটিতেই এবার শচীন-আনন্দকে বাদ দিয়ে নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে নেওয়া হল হরভজন সিং, কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো ক্রিকেট তারকাদের। পাশাপাশি আরও যে দু-জনকে এই প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা হলেন, কিংবদন্তি ব্যাটমিন্টন খেলোয়াড় ও কোচ পুলেল্লা গোপিচাঁদ ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

আরও পড়ুন বিরাটের টিম ইন্ডিয়ার অন্ধকার দিক! বিস্ফোরক মন্তব্যে ফাঁস করলেন বীরু

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, শচীন-আনন্দের নাম নতুন কমিটিতে রাখার বিষয়ে বিবেচনাই করা হয়নি। কারণ, সংশ্লিষ্ট সংস্থার বৈঠকে দু-জনের উপস্থিতির হার ছিল নগণ্য। ঘটনা যাই হোক, শচীনের মতো মহানক্ষত্রকে বাইরে রাখার জন্য ফের একবার বিতর্কে কেন্দ্রীয় শাসক দল। গোপিচাঁদ আবার টোকিও অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তাঁর অধীনে কোচিং করানো খেলোয়াড়দের জন্য। তাই কমিটির বৈঠকে সময় দিতে পারেননি। সবমিলিয়ে ২৭ জন কমিটি সদস্য থেকে কমিয়ে নতুন কমিটির সদস্য সংখ্যা ১৮।

আরও পড়ুন বাদ পড়লেও আর্থিক ক্ষতি হবে না! ধোনির সম্পত্তি চোখ টাটাবে

নতুন সদস্য হিসেবে আরও যাঁরা যোগদান করলেন, তাঁরা হলেন- লিম্বা রাম (তিরন্দাজি), পিটি ঊষা (অ্যাথলেটিক্স), বাচেন্দ্রি পাল (পর্বতারোহণ), দীপা মালিক (প্যারা-অ্যাথলিট), অঞ্জলি ভাগাওয়াত (শ্যুটিং), রেনেডি সিং (ফুটবল) এবং যোগেশ্বর দত্ত (কুস্তি)।

cricket Sachin Tendulkar
Advertisment