Advertisment

কুলদীপের জন্মদিনে খবরে এলেন শচীন

শুক্রবার ২৪ বছরে পা দিলেন কুলদীপ যাদব। খুব অল্পদিনেই কানপুরের এই বাসিন্দা ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে নিজের একটা নাম করে নিয়েছেন। ওয়ান-ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে কুলদীপ এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর বোলার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kuldeep-Yadav

কুলদীপের জন্মদিনে খবরে এলেন শচীন (ছবি টুইটার)

শুক্রবার ২৪ বছরে পা দিলেন কুলদীপ যাদব। খুব অল্পদিনেই কানপুরের এই বাসিন্দা ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে নিজের একটা নাম করে নিয়েছেন। ওয়ান-ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে কুলদীপ এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর বোলার।

Advertisment

কুলদীপের জন্মদিনে খবরে এলেন শচীন তেন্ডুলকর। দেশের একমাত্র চায়নাম্যান বোলারকে তাঁর বিশেষ দিনে চিনা ভাষায় শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। টুইটারে শচীন লিখলেন, “চায়নাম্যান বোলারের জন্য় চিনা ভাষায় বার্তা রইল। শুভ জন্মদিন কুলদীপ। আগামী বছর খুব ভাল কাটুক।” কুলদীপ টুইট করে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।

আরও পড়ুন: কুলদীপকে ধোনি বললেন, “বল করবি না বোলার বদলাব ?”

এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় সফররত কুলদীপ। দলে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতিতে কুলদীপ প্রথম একাদশে সুযোগ পাননি অ্যাডিলেডে টেস্টে। দ্বিতীয় টেস্টেও রিজার্ভে থাকতে হচ্ছে কুলদীপকে। পার্থের পেস সহায়ক পিচের কথা মাথায় রেখে তাঁকে রাখা হয়নি দলে। সাম্প্রতিক অতীতে দেশের মাটিতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জুটি দুরন্ত সফল হয়েছে। তাঁদেরকে একসঙ্গে ‘কুলচা’ বলেও ডাকা হয়।

Sachin Tendulkar BCCI Kuldeep Yadav ICC
Advertisment