/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Kuldeep-Yadav.jpg)
কুলদীপের জন্মদিনে খবরে এলেন শচীন (ছবি টুইটার)
শুক্রবার ২৪ বছরে পা দিলেন কুলদীপ যাদব। খুব অল্পদিনেই কানপুরের এই বাসিন্দা ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে নিজের একটা নাম করে নিয়েছেন। ওয়ান-ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে কুলদীপ এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর বোলার।
কুলদীপের জন্মদিনে খবরে এলেন শচীন তেন্ডুলকর। দেশের একমাত্র চায়নাম্যান বোলারকে তাঁর বিশেষ দিনে চিনা ভাষায় শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। টুইটারে শচীন লিখলেন, “চায়নাম্যান বোলারের জন্য় চিনা ভাষায় বার্তা রইল। শুভ জন্মদিন কুলদীপ। আগামী বছর খুব ভাল কাটুক।” কুলদীপ টুইট করে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও আইসিসি।
আরও পড়ুন: কুলদীপকে ধোনি বললেন, “বল করবি না বোলার বদলাব ?”
A message in Chinese for A Chinaman bowler. ????
生日快乐 Kuldeep Yadav!祝你未来有一个美好的一年
Happy birthday @imkuldeep18! Have a wonderful year ahead. pic.twitter.com/O1ffhKFwre— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2018
Here's wishing @imkuldeep18 a very happy birthday ???????? pic.twitter.com/mAuPU0eKwL
— BCCI (@BCCI) December 14, 2018
Happy 24th birthday @imkuldeep18!
Rewind to #U19CWC 2014, where he took the first hat-trick by an Indian in U19 ODIs, his 4/28 helping India to a five wicket win against Scotland in Dubai. pic.twitter.com/RdgG5JgqTY
— ICC (@ICC) December 14, 2018
এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় সফররত কুলদীপ। দলে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতিতে কুলদীপ প্রথম একাদশে সুযোগ পাননি অ্যাডিলেডে টেস্টে। দ্বিতীয় টেস্টেও রিজার্ভে থাকতে হচ্ছে কুলদীপকে। পার্থের পেস সহায়ক পিচের কথা মাথায় রেখে তাঁকে রাখা হয়নি দলে। সাম্প্রতিক অতীতে দেশের মাটিতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জুটি দুরন্ত সফল হয়েছে। তাঁদেরকে একসঙ্গে ‘কুলচা’ বলেও ডাকা হয়।