Sachin Tendulkar daughter: স্নাতকোত্তরস্তরে ডিস্টিংকশন নিয়ে পাশ করেছে মেয়ে সারা। তাতে বেজায় খুশি কিংবদন্তি ভারতীয় ব্যাটার শচীন তেন্ডুলকার। মেয়ের পিঠ চাপড়ে দিয়ে শচীন বলেছেন, 'এটা কোনও সহজ ব্যাপার না।' অতীতে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়ানো শচীন বলেছেন, পরিবারই তাঁর শক্তির মূল উৎস। মেয়ের সাফল্যের খুশিতে গর্বিত পিতা হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করে, ফের সেকথাই নতুন করে বুঝিয়ে দিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।
শচীনের ছেলে অর্জুন তেন্ডুলকার ক্রিকেট খেলোয়াড়। এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। চলতি লোকসভা নির্বাচনে ছেলেকে নিয়ে বুথে ভোট দিতে গিয়েছিলেন শচীন। সেই সময়ই প্রশ্ন উঠেছিল শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার ও মেয়ে সারা কেন তাঁর সঙ্গে নেই? তারপরই জানা যায়, তাঁরা বিদেশে আছেন। সেই কারণেই ভোট দিতে আসতে পারেননি। বুথে ভোটদানের পর হাতের আঙুলে লাগা কালি দেখিয়ে শচীন জনগণের উদ্দেশ্যে ভোটদানের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'ভোট দেওয়া দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমি জনগণকে ভোট দিতে যাওয়ার অনুরোধ করব।'
এবার সারা আর অঞ্জলির তেন্ডুলকারের বিদেশে যাওয়ার কারণটাও স্পষ্ট হয়ে গেল। কারণটা হল, লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে মেডিসিন বিভাগে ক্লিনিকাল ও পাবলিক হেলথ নিউট্রিশনে ডিস্টিংশন-সহ মাস্টার্স পাশ করেছেন সারা তেন্ডুলকার। সোশ্যাল সাইটে সেকথা জানিয়ে শচীন লিখেছেন, 'অনেক ভালোবাসা জানাই! এই জায়গায় পৌঁছনোর জন্য তুমি যে কী কঠোর পরিশ্রম করেছে, সেটা তো বাবা-মা হিসেবে আমরা দেখেছি। ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তোমার সব স্বপ্ন তুমি পূরণ করবেই, এই আশাই রাখি।'
সোশ্যাল মিডিয়ায় সারার ডিস্টিংকশন পাওয়ার পরের ছবিটাও পোস্ট করেছেন শচীন। সেখানে শচীনের কন্যাকে সমাবর্তন অনুষ্ঠানের পোশাকে দেখা গিয়েছে। ছবিতে তাঁর পাশে উপস্থিত ছিলেন সারার মা অঞ্জলি তেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের মোট রানের পরিমাণ ৩৪,৩৫৭। তিনি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১০০টা সেঞ্চুরি করেছেন। তিনিই একমাত্র ক্রিকেটার, যাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে।