Sachin Tendulkar Pension: ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর', ঝুলিতে একাধিক মাইলস্টোন! BCCI-এর থেকে কত টাকা পেনশন পান সচিন?

Sachin Tendulkar Cricket Career: ২৪ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে তিনি ২০০ টেস্ট ম্য়াচ এবং ৪৬৩ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এই জোড়া ফরম্য়াটে তিনি যথাক্রমে ১৫,৯২১ এবং ১৮,৪২৬ রান করেছেন।

Sachin Tendulkar Cricket Career: ২৪ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে তিনি ২০০ টেস্ট ম্য়াচ এবং ৪৬৩ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এই জোড়া ফরম্য়াটে তিনি যথাক্রমে ১৫,৯২১ এবং ১৮,৪২৬ রান করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Sachin Tendulkar

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটার সচিন তেন্ডুলকর

ক্রিকেট দুনিয়ায় 'মাস্টার-ব্লাস্টার' নামে খ্যাত সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে। ২৪ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে তিনি ২০০ টেস্ট ম্য়াচ এবং ৪৬৩ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এই জোড়া ফরম্য়াটে তিনি যথাক্রমে ১৫,৯২১ এবং ১৮,৪২৬ রান করেছেন।

Advertisment

ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আর্থিক সাহায্যের কারণে একটি পেনশন প্রকল্প চালু করেছে বিসিসিআই (BCCI)। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ঈশ্বর সচিন তেন্ডুলকরেরও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) থেকে প্রতি মাসে কত টাকা পেনশন পান তিনি? ভারতীয় ক্রিকেট (Team India) সমর্থকরা এই ব্যাপারে জানতে যথেষ্ট আগ্রহী। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

সচিনের রেকর্ড ভাঙল দুই কন্যে, উত্তরপ্রদেশে গিয়ে দাড়ি কামালেন মাস্টার ব্লাস্টার্স

বিসিসিআই-এর পেনশন যোজনা

Advertisment

২০০৪ সাল থেকে ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন দিতে শুরু করেছে বিসিসিআই। অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা যাতে আর্থিক সাহায্য় পেয়ে থাকেন, সেকারণে এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। কোন ক্রিকেটার কতগুলো টেস্ট ম্য়াচ খেলেছেন, তার উপরেই নির্ভর করে যে তিনি কত টাকা পেনশন পাবেন। ২০২২ সাল থেকে এই পেনশনের টাকা অবশ্য অনেকটাই বাড়িয়েছে বিসিসিআই।

T20 Mumbai League: ক্রিকেটের নিলামে সর্বোচ্চ দর পেলেন অর্জুন, সচিন-পুত্রকে নিয়ে মাতামাতি চরমে

কোন যোগ্যতার মাপকাঠিতে পেনশন দেয় বিসিসিআই

  • ২৫ কিংবা তার বেশি টেস্ট ম্য়াচ খেলা ক্রিকেটারদের বিসিসিআই প্রতি মাসে ৭০,০০০ টাকা করে পেনশন দিয়ে থাকে।
  • ১০ থেকে ২৪ টেস্ট ম্য়াচ খেলা ক্রিকেটাররা প্রতি মাসে পান ৬০,০০০ টাকা।
  • ৫ থেকে ৯ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতি মাসে পান ৩০,০০০ টাকার পেনশন।

৮ বছর আগে এই দিনেই বিশ্বচ্যাম্পিয়ন, স্মৃতি রোমন্থন করে নস্ট্যালজিয়ায় ভাসলেন সচিন-বীরু

সচিন তেন্ডুলকরের পেনশন

ভারতের হয়ে মোট ২০০ টেস্ট ম্য়াচ খেলেছেন সচিন তেন্ডুলকর। বিশ্বের কোনও ক্রিকেটারই এত বেশি সংখ্যক টেস্ট ম্য়াচ খেলেননি। স্পোর্টসকীড়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিসিসিআই এই টেস্ট ম্য়াচ সংখ্যার (২৫ কিংবা তার বেশি) ভিত্তিতে সচিনকে প্রতি মাসে পেনশন বাবদ ৭০,০০০ টাকা দেয়। ২০২২ সাল থেকে টাকার এই অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ৫০,০০০ টাকা করে দেওয়া হত।

Viral: ভক্তকে দেওয়া ক্রিকেটের ঈশ্বরের সেরা চমক, গাড়ি থামিয়ে সচিন যা করলেন... দেখুন সেরা মুহূর্ত

সচিনের মোট সম্পত্তির পরিমাণ

সচিন তেন্ডুলকরের মোট সম্পত্তির পরিমাণ ১,৪০০ কোটি টাকারও বেসই। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর তিনি বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয় করেন। ভারতীয় ক্রিকেটে যোগদানের কথা মাথায় রেখে বিসিসিআই তাঁকে সম্মাননা হিসেবে প্রতি মাসে পেনশন দিয়ে থাকে। এরথেকে বেশি আর কিছু নয়।

BCCI Team India Indian Cricket Team Sachin Tendulkar