শচীনের বিশ্বকাপ দলে ব্রাত্য় ধোনি, ক্য়াপ্টেন নন কোহলি

আইসিসি-র বেছে নেওয়া দলের সঙ্গে মাস্টারব্লাস্টারের টিমের বেশ মিল রয়েছে। যদিও পাঁচজন ভারতীয়কে রেখেছেন তিনি। শচীনের টিমেও অধিনায়ক হয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার কেন। বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে বেছে নেননি শচীন।

আইসিসি-র বেছে নেওয়া দলের সঙ্গে মাস্টারব্লাস্টারের টিমের বেশ মিল রয়েছে। যদিও পাঁচজন ভারতীয়কে রেখেছেন তিনি। শচীনের টিমেও অধিনায়ক হয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার কেন। বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে বেছে নেননি শচীন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar picks 2019 World Cup ignores MS Dhoni

শচীনের বিশ্বকাপ দলে ব্রাত্য় ধোনি, ক্য়াপ্টেন নন কোহলি (ছবি-টুইটার/আইসিসি)

বিশ্বকাপ শেষ হওয়ার পরেই প্রথা মেনে আইসিসি ক্রিকেটের শো-পিস ইভেন্টের সেরা একাদশ বেছে নিয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্য়ান্ড দলের ক্রিকেটারদের আধিক্যই সেখানে ছিল বেশি। এই টিমের ক্য়াপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ক্য়াপ্টেন কেন উইলিয়ামসন। এবার ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর বেছে নিলেন তাঁর বিশ্বকাপের সেরা একাদশ।

Advertisment


আইসিসি-র বেছে নেওয়া দলের সঙ্গে মাস্টারব্লাস্টারের টিমের বেশ মিল রয়েছে। যদিও পাঁচজন ভারতীয়কে রেখেছেন তিনি। শচীনের টিমেও অধিনায়ক হয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার কেন। বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে বেছে নেননি শচীন। পাশাপাশি আধুনিক ক্রিকেটের ডন তাঁর দলে সুযোগ দেননি মহেন্দ্র সিং ধোনিকেও। তাঁর টিমে উইকেটের পিছনে থাকছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্য়াটসম্য়ান ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে। ওপেনিংয়ে তিনি রোহিত শর্মার সঙ্গেই রেখেছেন তাঁকে।

Advertisment

আরও পড়ুন: ক্য়াপ্টেন কেনের নেতৃত্বেই বিশ্বকাপের সেরা একাদশ, দলে রয়েছেন দু’জন ভারতীয়

দলে দুজন অলরাউন্ডার রেখেছেন শচীন। বাংলাদেশের শাকিব আল হাসানের সঙ্গেই ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের ট্র্য়াজিক হিরো রবীন্দ্র জাদেজাকেও রাখেন। মিডল অর্ডারে বেন স্টােকস আর হার্দিক পাণ্ডিয়াকে রেখেছেন শচীন। স্টোকস ফাইনালে ম্য়ান অফ দ্য় ম্য়াচ হয়েছিলেন তাঁর দুরন্ত ইনিংসের জন্য়। অন্য়দিকে তিন পেসারকে নিয়েই দলগঠন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্য়ান্ডের জোফ্রা আর্চারের সঙ্গে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। যদিও শচীন কোনও বিশেষজ্ঞ স্পিনার রাখেননি তাঁর দলে।

শচীনের সেরা বিশ্বকাপ একাদশ:

রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (ক্য়াপ্টেন), বিরাট কোহলি, শাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরা ও জোফ্রা আর্চার।

Sachin Tendulkar MS DHONI Cricket World Cup