ঘরের মধ্য়ে যুবি, চোখে সানগ্লাস, শচীনের সরস মন্তব্য়ে উঠল হাসির রোল

শচীন-হরভজন-যুবরাজরা একসঙ্গে  জাতীয় দলে প্রায় এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তাদের সম্পর্কটা নিছকই সতীর্থের নয়, দুর্দান্ত বন্ধুতারও।

শচীন-হরভজন-যুবরাজরা একসঙ্গে  জাতীয় দলে প্রায় এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তাদের সম্পর্কটা নিছকই সতীর্থের নয়, দুর্দান্ত বন্ধুতারও।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar pulls Yuvraj’s leg

ঘরের মধ্য়ে যুবি, চোখে সানগ্লাস, শচীনের সরস মন্তব্য়ে উঠল হাসির রোল (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং প্রায়ই একে অপরের সঙ্গে মজা ঠাট্টায় মেতে থাকেন। পাঞ্জাবের দুই কৃতী ক্রিকেটার প্রায় দু'দশকেরও বেশি সময় ধরে মাঠে ও মাঠের বাইরের সঙ্গী। কিন্তু গত শনিবার যুবি-ভাজ্জিকে বোল্ড করে দিলেন শচীন তেন্ডুলকর।

Advertisment

হরভজন একটি পুরনো দিনের ছবি (পড়ুন থ্রো-ব্য়াক ইমেজ) শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে কোনও একটি ঘরের মধ্য়ে শচীন-ভাজ্জি ও যুবি রয়েছেন। এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই যুবরাজ লিখেছেন, "পাজি তোমার চশমা চেক করো।" আর এই মন্তব্য়ের পরেই মাস্টারব্লাস্টার ট্রোলড করলেন যুবরাজকে। শচীন লিখলেন, "তুমি ইনডোরে কেন চশমা পড়েছ ? এখানে তো ইউভি রেজও নেই।"

আরও পড়ুন: ‘ইয়ো-ইয়ো’ টেস্টের সময় তুমি প্রেসিডেন্ট থাকলে ভাল হতো, সৌরভকে বললেন যুবি

Advertisment

শচীন-হরভজন-যুবরাজরা একসঙ্গে  জাতীয় দলে প্রায় এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তাদের সম্পর্কটা নিছকই সতীর্থের নয়, দুর্দান্ত বন্ধুতারও। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য় ছিলেন এই তিন ক্রিকেটার। অন্যদিকে যুবি-ভাজ্জি প্রায় একইসঙ্গে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন।

Sachin Tendulkar