বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বড়সড় ঘোষণা করে দিলেন শচীন তেন্ডুলকার। এক ক্যাসিনো কোম্পানি তাঁরই ছবি বিকৃত করে অপব্যবহার করেছে, এমন অভিযোগ তুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসাবে একশোটি শতরান গড়ার বিরলতম যাঁর দখলে তিনিই স্পষ্ট জানিয়ে দিলেন, কোনওদিন মদ্যপ্রস্তুতকারক, তামাক দ্রব্য বা জুয়া খেলাকে উৎসাহিত করে এমন কোনও কোম্পানির বিপণন করেননি।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস
টুইটারে এক সরকারি বিবৃতিতে মহাতারকা জানিয়েছেন, "সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার নজরে এসেছে বেশ কিছু ক্যাসিনো কোম্পানি আমার ছবি বিকৃত করে এন্ডোর্সমেন্ট চালিয়ে যাচ্ছে। ব্যক্তিগত স্তরে কখনও কোনও মদ্য প্রস্তুতকারক, তামাকজাত পণ্য হোক বা জুয়া খেলার হয়ে বিপণন করিনি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। দেখে খারাপ লাগছে আমার ছবি ব্যবহার করে ভুল বার্তা দেওয়া হচ্ছে।"
এরপরে মাস্টার ব্লাস্টার্স আরও লেখেন, "আমার আইনি দল পুরো ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নেবে। মনে হয়েছিল সকলকে এই বিষয়টি জানানো প্রয়োজন, তাই সকলের সঙ্গে বিষয়টি শেয়ার লড়ে নিলাম।"
জানা যাচ্ছে অভিযোগের কেন্দ্রে গোয়ার বিগ ড্যাডি ক্যাসিনো। বেশ কিছুদিন ধরেই শচীনের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছিল সংস্থাটি। সেটাই নজরে আসে শচীনের। তারপরেই আইনি ব্যবস্থার বার্তা লিটল মাস্টারের।