Advertisment

10000 club: ধোনিকে স্বাগত জানালেন শচিন

ফের একটা মাইলস্টোন ছুঁলেন মহেন্দ্র সিং ধোনি। শচিন তেন্ডুলকর (১৮,৪২৬), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (১১,৩৬৩) পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

দল ঘোষণা করল বিসিসিআই, টি-টোয়েন্টিতে ফিরলেন ধোনি (ছবি-টুইটার)

সীমিত ওভারের ক্রিকেটে ফের একটা মাইলস্টোন ছুঁলেন মহেন্দ্র সিং ধোনি। শচিন তেন্ডুলকর (১৮,৪২৬), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯), সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (১১,৩৬৩) পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি। বিশ্বের দ্বাদশ ব্যাটসম্যান ও কুমার সঙ্গকারার পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে হিসেবে এই নজির গড়লেন মাহি।

Advertisment

শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ধোনি ৪৭ বলে ৩৩ করেন। এই ম্যাচের আগে ১০০০০ থেকে ৩৩ রান দূরে ছিলেন। ওয়ান-ডে’র ১০০০০ ক্লাবের সদস্য হওয়ার জন্য ধোনিকে স্বাগত জানিয়েছেন শচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ ও ডেভিড ওয়ার্নার। প্রত্যেকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ডের হাতছানি ধোনির সামনে

ধোনির ১০ হাজার রানের মাহত্ম্য কিন্তু বাকিদের থেকে আলাদা। ৭৫ শতাংশর বেশি রানই তিনি পাঁচ বা তার নিচে ব্যাট করতে নেমে করেছেন। ১০ হাজার ক্লাবের আর কোনও সদস্যই কিন্তু তাঁদের রানের ৩০ শতাংশও লোয়ার অর্ডারে নেমে করতে পারেননি। এমনকি ১০ হাজারি কোনও ক্রিকেটারের গড়ই পঞ্চাশের আশেপাশে নয়। সেখানে মাহির গড় ৫১.৩০, এটাও একটা নজির।এদিনই ধোনি আরও একটা রেকর্ড গড়েছেন। বিশ্বের চতুর্থ উইকেটকিপার হিসেবে ওয়ান-ডে ফর্ম্যাটে ৩০০ ক্যাচ নিয়েছেন।ধোনির আগে রয়েছেন তিন কিংবদন্তি। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪১৭), দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪০২) ও সঙ্গকারা (৩৮৩)।

এদিন ইংল্যান্ড ভারতকে ৮৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। রেকর্ডের দিনেও ধোনি সমালোচিত হয়েছেন রান তাড়া করতে নেমে তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য। যদিও ক্যাপ্টেন কোহলি ফের একবার রক্ষকবচ হয়ে দাঁড়িয়েছেন ধোনির জন্য়। তিনি বলেছেন, “ ধোনি যেভাবে খেলে অভ্যস্ত সেরকমটা পারেনি। ধোনি পারলে সবাই বলে ও সেরা ফিনিশার, আর না-পারলেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। দিনটা শুধু ধোনির নয়, আমাদের কারোরই ভাল যায়নি।”

publive-image

MS DHONI
Advertisment