/indian-express-bangla/media/media_files/2025/02/13/XwYPGjjVLcP0tOWBrhiS.jpg)
Sachin Yadav-Pranati Naik: শচীন যাদব ও প্রণতি নায়েক। (ছবি- টুইটার)
Sachin Yadav-Pranati Naik: নীরজ চোপড়াকে ছাপিয়ে জাতীয় গেমসে রেকর্ড করলেন শচীন যাদব। তিনি ৮৪.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন। দেরাদুনে জাতীয় গেমসে বুধবার এই অসাধারণ পারফরম্যান্স করে শচীন সোনা জিতেছেন। উত্তরপ্রদেশের বছর ২৫-এর শচীন প্রথমবারের চেষ্টায় ৬৫.৯৬ দূরত্বে জ্যাভলিন ছোড়েন। দ্বিতীয়বার ছোড়েন ৭৬.৪৩ মিটার দূরত্বে। আর, তৃতীয়বার ৭৮.৭২ মিটার দূরত্ব ছুড়েছেন। চতুর্থবার ছুড়েছেন ৮১.৬ মিটার দূরত্বে। তাতেই তিনি সোনা পেয়ে গিয়েছিলেন। কিন্তু, এতেও না থেমে শচীন এরপর ৮৪.৩৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন। যা এবছর বিশ্বে সবচেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন ছোড়ার উদাহরণ তৈরি করেছে।
এই বিভাগে রুপো পেয়েছেন উত্তরপ্রদেশেরই রোহিত যাদব। তিনি ৮০.৪৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। সম্প্রতি রোহিত চোট সারিয়ে উঠেছেন। জ্যাভলিনে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন বিকাশ শর্মা। তিনি ৭৯.৩৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। ভারতে যাঁরা এখনও পর্যন্ত শচীনের চেয়ে বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন তাঁরা হলেন নীরজ চোপড়া ৮৯.৯৪ মিটার, কিশোর জেনা ৮৭.৫৪ মিটার, শিবপাল সিং ৮৬.২৩ মিটার, দেবিন্দর সিং কাংগ ৮৪.৫৭ মিটার।
SACHIN YADAV MASSIVE THROW OF 84.21m🤯
— The Khel India (@TheKhelIndia) November 13, 2024
- Won Javelin Throw Gold at the 73rd All India Police Athletics
- Second Best Throw by an Indian this year ( Just Behind Neeraj Chopra)
- 6th Best Throw by an Indian all time
Huge future ahead for 24yo Sachin 🇮🇳pic.twitter.com/hfFt855opl
শচীন যাদব এর আগে গতবছর পুলিশ অ্যাথলেটিক্সে ৮৪.৩১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। যা এতদিন তাঁর সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল। শচীনের এবারের পারফরম্যান্স জাতীয় গেমসের ১০ বছর পুরোনো রেকর্ডও ভেঙে দিল। তিনি হরিয়ানার রাজেন্দ্র সিংয়ের রেকর্ড ভাঙলেন। রাজেন্দ্র সিং ২০১৫ সালে ৮১.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। সেবার তিনি সোনা জিতেছিলেন। অলিম্পিকে দু'বারের সোনাজয়ী নীরজ চোপড়াও এই ইভেন্টে অংশ নিয়েছিলেন। কেরলের তিরুবনন্তপুরমের ন্যাশনাল গেমসে নীরজ ৭৩.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। শচীন তাঁকেও ছাপিয়ে গেলেন।
আরও পড়ুন- ভালো ফুটবলার চাই! জেলায় গিয়ে বাছাই আইএফএর কোচ, প্রতিনিধির
শচীনের পাশাপাশি, হার্ডল রেসের তারকা খেলোয়াড় জ্যোতি ইয়ারাজি আর অ্যাথলিট অনিমেষ কুজুরও তাঁদের দ্বিতীয় এবং তৃতীয় স্বর্ণপদক জিতেছেন। এর পাশাপাশি, জয়নগরের প্রণতি দাসকে হারিয়ে জাতীয় গেমসে মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকে সোনা জিতেছেন পিংলার প্রণতি নায়েক। গত দু'বছর ধরে অবশ্য প্রণতি নায়েক ওড়িশার হয়ে খেলছেন।
Congratulate #Odisha gymnast Pranati Nayak on winning Gold at #38thNationalGames in Uttarakhand. May she continue to shine in her sporting career and make the state proud. Best wishes to her. #OdishaForSports#NationalGamespic.twitter.com/9pF0zp2nDZ
— Naveen Patnaik (@Naveen_Odisha) February 12, 2025
এর আগে গোয়ায় গত জাতীয় গেমসেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন প্রণতি নায়েক। মেয়েদের অ্যাক্রোবেটিক্স ডাবলসে রুপো জিতেছেন স্নেহা ও রিম্পা দেবনাথ জুটি। ট্রায়োতে রুপো জিতেছেন প্রিয়াঙ্কা দেবনাথ, সংগীতা বিশ্বাস ও স্নেহা মণ্ডল। তবে, সোনা জিতেও খুশি নন প্রণতি নায়েক। তিনি জানিয়েছেন, প্রায় বছরখানেক ধরে চোটের সমস্যায় ভুগছেন। না-হলে আরও ভালো স্কোর করতেন।