Footballer Searching in Bengal: ভালো ফুটবলার চাই! জেলায় গিয়ে বাছাই আইএফএর কোচ, প্রতিনিধির

Swami vivekananda u-20 men's national football championship: বুধবার এনিয়ে বৈঠকও করেছে আইএফএর কোচেস কমিটি। সেখানে এই ফুটবল দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Biswajit Bhaduri: বিশ্বজিৎ ভাদুড়ি, যুগ্মসচিব, আইএফএ

Biswajit Bhaduri: বিশ্বজিৎ ভাদুড়ি, যুগ্মসচিব, আইএফএ। (ছবি- সংগৃহীত)

Searching for promising footballer in West Begal districts:ফুটবলে প্রতিভার খোঁজে বিভিন্ন জেলায় ঘুরছেন স্কাউটাররা। সামনেই স্বামী বিবেকানন্দ আন্ডার ২০ জাতীয় ফুটবল। তার আগে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সারা রাজ্যে ছড়িয়ে আছে অজস্র ফুটবল প্রতিভা। সেই ফুটবল প্রতিভাদের খোঁজ পেতে চাইছেন আইএফএর কর্তারা। সেই প্রতিভাদের খুঁজে নিয়ে এসে স্বামী বিবেকানন্দ আন্ডার ২০ জাতীয় ফুটবলে দল গঠনের কথা ভেবেছেন তাঁরা। বুধবার এনিয়ে বৈঠকও করেছে আইএফএর কোচেস কমিটি। সেখানে এই ফুটবল দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

Advertisment

এই ব্যাপারে আইএফএর যুগ্ম সহসচিব বিশ্বজিৎ ভাদুড়ি সাংবাদিকদের বলেন, 'এপ্রিল মাসে স্বামী বিবেকানন্দ কাপ আয়োজিত হতে চলেছে। এই সর্বভারতীয় টুর্নামেন্টের উদ্যোক্তা এআইএফএফ। আমরা সেই টুর্নামেন্টের জন্য বাংলা দল গঠনের চেষ্টা চালাচ্ছি। তার কথা মাথায় রেখে অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা অনুসারে, আমরা বিভিন্ন জেলা থেকে ফুটবলারদের বাছাই করার চেষ্টা চালাচ্ছি। সেই জন্য কিছু নির্দিষ্ট জায়গাও আমরা বেছে নিয়েছি। সেখানে কোচ এবং স্কাউটাররা যাবেন। সেখানেই দলের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। পাশাপাশি, কলকাতাতেও আলাদা ফুটবলার বাছাই পর্ব চলবে। এরপর বাছাই করা ফুটবলারদের নিয়ে বাংলা দল গঠন করা হবে। আমরা চেষ্টা করব, এমন দল বানাতে, যেখানে গোটা বাংলার ফুটবলাররা থাকবেন।' 

স্কাউটার হিসেবে কারা জেলাগুলোতে যাবেন, তাঁদের নাম ইতিমধ্যেই প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তাঁদের সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে। তারপরই স্কাউটারদের নাম চূড়ান্ত করবে আইএফএ। স্কাউটাররা যদি নিজস্ব জেলা বেছে নিতে চান, কোন জেলা থেকে তাঁরা খেলোয়াড় বাছাই করবেন, সেটাও তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হবে। হাতে এখনও কিছুটা সময় আছে। গোটা প্রক্রিয়াটা ফেব্রুয়ারির মধ্যে শেষ করে নিতে চাইছেন আইএফএ কর্তারা।

আরও পড়ুন- আর মাত্র একটা ম্যাচ! তারপরই বিরাট কৃতিত্বের অধিকারী মোহনবাগান

Advertisment

প্রাথমিকভাবে ঠিক হয়েছে- বাঁকুড়া, চন্দননগর, কৃষ্ণনগর, বালুরঘাট, জলপাইগুড়ির মত বিভিন্ন জায়গা থেকে আইএফএর স্কাউটাররা ফুটবলারদের বাছাই করবেন। আর, বেশ কিছু জেলা থেকেও ফুটবলার বাছাইয়ের কথা ভাবা হয়েছে। এই ব্যাপারে সেই সব জেলাগুলোর কর্তাদের সঙ্গে কথা বলতে চান আইএফএর কর্তারা। তারপরই যাবতীয় কর্মসূচি চূড়ান্ত হবে। রাজ্যের বিভিন্ন জেলায় বহু ফুটবল কোচিং ক্যাম্প রয়েছে। সেই সব ক্যাম্পগুলো থেকে বহু ভালো ফুটবলার উঠে আসেন। এই সব ফুটবলারদেরকেই বেছে নেওয়া আইএফএর লক্ষ্য বলেই আইএফএ কর্তা জানিয়েছেন।

Football Indian Football West Bengal sports Indian Football Association