/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Bangladesh-Cricket-team_.jpg)
ইডেনে অনুশীলনরত বাংলাদেশ দল (সিএবি টুইটার)
গোলাপি বলে টেস্ট শুরু হওয়ার আগেই খারাপ খবর বাংলাদেশ শিবিরে। বুধবারেই চোটের কারণে ছিটকে গেলেন সঈফ হাসান। টিম সূত্রে জানা গিয়েছে, আঙুলে চোট লেগেছে সঈফের। ইন্দোরে পরিবর্ত ক্রিকেটার হিসেবে খেলতে নেমে আঙুলে চোট পান।
ইন্দোরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে জিতে ভারত ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এসেছে। শুক্রবার হতে চলা দ্বিতীয় টেস্টে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। তার আগেই খারাপ খবর বাংলাদেশ ক্রিকেটে।
আরও পড়ুন টি২০-র মতো পরিবেশ থাকবে ইডেনে, বলছেন ভেত্তোরি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, "সঈফের চোট এখনও পুরোপুরি সারেনি। দলের চিকিৎসকদের পক্ষে জানানো হয়েছে, ফিট হওয়ার জন্য পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। চোটের কথা বিবেচনা করেই সঈফকে ইডেন টেস্টের বাইরে রাখা হচ্ছে।"
@BCBtigers practice ahead of the historic #PinkBallTest at #EdenGardens today.#CABpic.twitter.com/ciGeCZGB9I
— CABCricket (@CabCricket) November 20, 2019
আরও পড়ুন ফিরে দেখা: ইডেন গার্ডেন্স সেরা পাঁচ মুহূর্ত
ইন্দোর টেস্টে দুই বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। যারা দু-জনে ইন্দোরে দু-ইনিংসে স্কোরবোর্ডে যোগ করেছিলেন মাত্র ২৪ রান। এরপরেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ইডেন টেস্টে নতুন মুখ হিসেবে সঈফ হাসানকেই খেলানোর কথা বিবেচনা করেছিল। তবে সঈফ ছিটকে যাওয়ার পরে সাদমান-ইমরুলকে ধরেই এগোতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবারেই শহরে পা রেখেছিল বাংলাদেশ। ভারতের মতো। বুধবারেই সকালে ১০ টা থেকে ১টা পর্যন্ত ইডেনে অনুশীলন সারে ভারত। তারপরেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। শুক্রবার থেকে হতে চলা দিন-রাতের টেস্ট দুই দেশই প্রথমবার খেলবে।
Read the full article in ENGLISH