দুনিয়ার সবথেকে শান্ত ক্রিকেটার। কেরিয়ারে পরিচিত ছিলেন 'কুল কুল' নামে। শীতল মস্তিষ্কে দেশকে কত ম্যাচ যে জিতিয়েছেন একার হাতে! দলের দুঃসময়েও শান্ত থাকেন তিনি। মুখের পরিমন্ডলে কোনো পরিবর্তনই হয়না।
আবেগ লুকিয়ে রাখতে সিদ্ধহস্ত ধোনি অবশ্য একজনকে দেখলেই রেগে যান। সেই কথাই ফাঁস করলেন সাক্ষী ধোনি। মঙ্গলবারই ৩২তম জন্মদিনে পা রেখেছেন সাক্ষী। আর বৃহস্পতিবার সাক্ষী চেন্নাই সুপার কিংসের সঙ্গে ইনস্টাগ্রামে চ্যাটে আড্ডা দিলেন। সেখানে তিনি জানিয়েছেন, ধোনিকে একজন রাগিয়ে দিতে পারেন।
আরো পড়ুন: ধোনিকে বাদ দিক চেন্নাই, সিএসকেকে বিস্ফোরক পরামর্শ তারকার
সেই ভিডিওতে সাক্ষী জানিয়েছেন, ধোনি বিশ্বের সমস্ত কিছুতেই প্রতিক্রিয়াহীন থাকতে পারেন। তবে স্ত্রী সাক্ষীকেই দেখলেই নাকি নিজের শান্ত শিষ্ট ভঙ্গি ঢাকতে পারেন না। মাঝেমাঝেই সাক্ষী ধোনিকে রাগিয়ে দেন। কারণ তিনি-ই সবথেকে কাছের। ধোনিকে রাগানোর অধিকার তো তাঁর-ই রয়েছে। সাক্ষী আরো জানালেন, বাড়িতে তাঁরা কোনোদিন ক্রিকেট নিয়ে আলোচনা করেন না। কারণ ধোনির পেশা হল ক্রিকেট।
কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলে সিএসকের জার্সিতে অংশ নিয়েছিলেন মাহি। জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলায় সামনের আইপিএল বাদে এখন পুরোটাই অখন্ড অবসর। আইপিএলে অবশ্য একদমই ফর্মে ছিলেন না ধোনি। সেইসঙ্গে দলও। পরপর হেরে প্রথমবারের মত প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে সিএসকে। ব্যাট হাতে করুণ অবস্থা ধোনিরও। গোটা টুর্নামেন্টে মাত্র ২০০ রান করেছেন।
টুর্নামেন্ট চলার সময়েই গুজব রটে যায়, ধোনি চলতি মরশুমের পরেই আইপিএল থেকেও অবসর নিতে চলেছেন। তবে শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ধোনি সাইমন ডুল-কে সাফ জানিয়ে দেন, আগামী মরশুমেও দলকে নেতৃত্ব দেবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন