Sakshi Malik on Wrestlers’ Protest: কুস্তিগিরদের প্রতিবাদ ইস্যুতে ফের উত্তাল কুস্তির দুনিয়া। ফের সরব সাক্ষী মালিক। তিনি এবার বোমা ফাটালেন। সাক্ষীর অভিযোগ, 'ভিনেশ ফোগত ও বজরং পুনিয়ার কাছের লোকজন লোভী হয়ে উঠেছে।' তার মধ্যেই ভিনেশ আবার, কমনওয়েলথ গেমসের প্রাক্তন স্বর্ণপদকজয়ী-বিজেপি রাজনীতিবিদ ববিতা ফোগতের বিরুদ্ধে নিশানা দেগেছেন। ভিনেশ আর বজরঙের অভিযোগ, ববিতা এখন আর কুস্তিগিরদের স্বার্থ দেখছেন না।
২০১৬ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী অভিযোগ করেছেন, গত বছর কুস্তিগিরদের প্রতিবাদের ছবিটা ২০২৩ হ্যাংঝু এশিয়ান গেমসে ভিনেশ ফোগত ও বজরং পুনিয়ার ভূমিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর সদ্য প্রকাশিত বই, 'উইটনেস'-এ, সাক্ষী অভিযোগ করেছেন, প্রতিবাদী তিন বিশিষ্টর মধ্যে তাঁর অন্য সঙ্গীরা অ্যাড-হক কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ায়, প্রতিবাদের উপযুক্ত ফল মেলেনি। প্রতিবাদীদের এই মেনে নেওয়াটা, 'লোভের ফল' বলেই অভিযোগ পদকজয়ী কুস্তিগিরের।
সাক্ষী অভিযোগ করেছেন, 'স্বার্থপরতার জন্যই আন্দোলন ব্যর্থ হয়েছে। বজরং ও ভিনেশের কাছের মানুষরা লোভী হয়ে উঠেছেন। তাঁরা গেমসের ট্রায়াল থেকে ছাড় পাওয়ার ব্যাপারেও কথা বলেছেন। ট্রায়াল থেকে বজরং আর ভিনেশ ছাড় পাওয়ায় আন্দোলনের ক্ষতি হয়েছে। এতে কুস্তিগিরদের প্রতিবাদী ভাবমূর্তি নষ্ট হয়েছে। অনেকে ভেবে নিয়েছেন, আমরা আসলে স্বার্থপর। নিজেদের আখের গোছাতেই প্রতিবাদে ছিলাম।'
বছর ৩২-এর সাক্ষীর অভিযোগ, 'আমি জানতাম যে ব্রিজভূষণ শরণ সিং-এর রাজত্বের অবসান ঘটানোই ছিল ভিনেশ এবং বজরং-এর প্রাথমিক লক্ষ্য। আমি ভেবেছিলাম ববিতারও তাই। সেটা ভুল ভেবেছিলাম।' বজরং ও ভিনেশের পাশাপাশি, ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে সাক্ষী মালিক ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আর, সেই জন্যই তাঁর অভিযোগগুলো গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- মনের চাপেই ফেঁসে গিয়েছে বাবর! পাক সুপারস্টার বাদ পড়তেই খুল্লামখুল্লা এবার শেওয়াগ
ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর জমানায় মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন ভিনেশ, বজরং ও সাক্ষী। সেই মামলার শুনানি দিল্লির আদালতে এখনও চলছে। সম্প্রতি, ভিনেশ এবং বজরং উভয়েই হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) পার্টিতে যোগ দিয়েছেন। ভিনেশ বেশি ওজনের জন্য মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগে বাদ পড়েছেন। তবে, রাজনীতিতে ইতিমধ্যেই তিনি সাফল্য পেয়েছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে জয়ী হয়েছেন ভিনেশ।