এবার সোশাল মিডিয়ায় সরাসরি ফ্য়ানেদের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন সালভা চামোরো। কলকাতা লিগ ও ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে থাকা মোহনবাগানের স্প্য়ানিশ স্ট্রাইকার চলতি আই-লিগে অত্য়ন্ত নিস্প্রভ।
শেষ দু'ম্য়াচে খারাপ পারফরম্য়ান্সের জন্য় ইনস্টাগ্রামে এক ফ্য়ানের বিদ্রুপ শুনলেন চামোরাে। বাগানের ৯ নম্বর জার্সিধারী উল্টে তাঁকেও ব্য়ঙ্গ করলেন রোনাল্ডো বলে।
চলতি লিগে প্রথম ম্য়াচে আইজলের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে তাঁকে নামিয়েছিলেন বাগান কোচ কিবু ভিকুনা। সারাক্ষণ হাপিত্যেশ করে আইজলের বক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। অপেক্ষা করছিলেন কখন তাঁর মাথায় বল এসে পড়বে আর উনি গোলের জন্য় ঝাঁপাবেন।
আরও পড়ুন-কোলাডোর জোড়া গোলে ইস্টবেঙ্গল ৪-১ হারাল নেরোকাকে
প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্য়াচেও ব্য়র্থ চামোরো। বাগানের চার্চিলের কাছে ৪-২ গোলে হারার ম্য়াচে এহেন চামোরো একবার ফাঁকা গোলে বল ঠেলতে ব্য়র্থ হলেন তো আরেকবার হেলায় সহজ সুযোগ হারালেন।
স্পোর্টওয়াক তাদের 'ইয়ার এন্ড রিভিউ' বিভাগে 'স্টারস অফ দ্য় ইয়ার, ওভারসিজ প্লেয়ার রিপ্রেজেন্টিং কলকাতা' হিসাবে নির্বাচিত করেছেন চামোরোকে। টিম কলকাতার ইনস্টাগ্রাম পেজে সেটি শেয়ার করা হয়েছে। তারা লিখে দিয়েছে যে, ডুরান্ড কাপে চার গোল করে মোহনবাগানকে ফাইনালে তোলার জন্য় চামোরোকে তারা কলকাতায় খেলা সেরা বিদেশি প্লেয়ার হিসাবে বেছে নিয়েছে।
এই পোস্টের নিচেই এক সমর্থক লিখেছেন "এটি কি সত্য়িই নাকি মজার ছলে বলা হচ্ছে? এই পেজটা মিম পেজ হয়ে গিয়েছে এখন"। যা দেখে মাথা ঠিক রাখতে পারেননি চামোরো। তিনি সেই ফ্য়ানকে লেখে "তুমি তো রোনাল্ডো"। এরপর অন্য় ফ্য়ানেদের সঙ্গেও ইমোজিতে উত্তর দিয়েছেন চামোরো।
আরও পড়ুন- জ্বলে উঠলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকার, কল্য়াণীতে চার গোল খেল মোহনবাগান
গ্রিসের ফুটবল ক্লাব ডোক্সা ড্রামা থেকে গত মরসুমে মোহনাবাগানে এসেছেন চামোরো। ২০০৮-এ ভিয়ারিয়ালের সি দলের হয়ে কেরিয়ার শুরু করা ফুটবলারকে আর সবুজ-মেরুন ধরে রাখতে আগ্রহী নয়। এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, চামোরোর বিকল্প দেখাও শুরু করেছে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব।