ট্র্যাকে আগুন জ্বালালেন বাহারিনের সালওয়া ঈদ নাসের। এশিয়ার প্রথম বাসিন্দা হিসাবে বিশ্ব অ্যাথলেটিকস চ্য়াম্পিয়নশিপে মহিলাদের ৪০০ মিটারে বিশ্ব খেতাব জিতলেন।
বছর একুশের নাসের অলিম্পিক চ্যাম্পিয়ন শন মিলার-উইবোকে হারিয়ে চমকে দিলেন। ৪৮.১৪ সেকেন্ড সময় নিলেন নাসের। যা ইতিহাসের তৃতীয় দ্রুততম। ৪৮.৩৭ সেকেন্ডে সময় নিয়ে রুপো জিতলেন মিলার-উইবো।
আরও পড়ুন: বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সাতে শেষ করল ভারতের মিক্সড রিলে টিম
১৯৮৫-র পর দ্রুততম ৪০০ মিটারের দৌড় জিতে বিশ্বাসই করতে পারেননি নাসের। মুখে হাত দিয়ে ট্র্য়াকেই বসে পড়েছিলেন অপার বিস্ময় নিয়ে। জেতার পর তিনি বললেন, "আমি সেরাটার জন্য় প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন আমি বিশ্বচ্য়াম্পিয়ন। ২০১৫ বিশ্ব যুব চ্য়াম্পিয়নশিপ, মিলিটারি ওয়ার্ল্ড গেমস ও ২০১৭ সালে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে রুপো জেতেন সালওয়া। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জিতলেন তিনি।
Read full story in English