Advertisment

Sam Konstas on Virat Kohli’s shoulder charge: কাঁধে ধাক্কা দিয়ে কী বলেছিলেন কোহলি! আউট হয়েই মুখ খুললেন কনস্টাস, রুদ্ধশ্বাস বিতর্ক

Boxing Day Test, Sam Konstas vs Virat Kohli: অভিষেক ম্যাচেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হলেন স্যাম কোন্টাস। ওয়ানডের মেজাজে বুমরাদের হাঁকিয়ে গেলেন। এর মধ্যেই জড়িয়ে পড়লেন বিতর্কে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Konstas vs Kohli

Konstas-kohli: স্যাম কনস্টাসের সঙ্গে বিতর্কে কোহলি (টুইটার)

Debutant Sam Kontas vs Virat Kohli during boxing day test: অভিষেককারী স্যাম কনস্টাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে কাঁধে ধাক্কা দিয়ে গোটা অস্ট্রেলিয়ায় মুহূর্তেই খলনায়ক কোহলি। এতটাই যে অজিদের প্রাক্তন তারকা ড্যারেন বেরি জানিয়ে দিয়েছেন, "এটা ভয়ঙ্কর লজ্জার যে এই বাচ্চা (কনস্টাস) কোহলিকে আদর্শ মনে করে। এই জন্যই বলা হয়, নিজের আইডলের সঙ্গে কখনও সাক্ষাৎ করো না।"

Advertisment

কী ঘটেছিল?

ম্যাচের ১০ম ওভারের পর, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বল হাতে নিয়ে পিচের পাশে হাঁটছিলেন। ওই সময় স্যাম কনস্টাস অন্য প্রান্ত থেকে ফিরে আসছিলেন। তখনই কোহলির কাঁধের সঙ্গে তাঁর কাঁধ ধাক্কা লাগে। উসমান খাজা হাসিমুখে এসে কোহলির কাঁধে হাত রাখার আগে কনস্টাস এবং কোহলি এই ঘটনার পর বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

Advertisment

শুধু মাত্র কাঁধে ধাক্কা দেওয়াই নয়। কথা কাটাকাটি থেকে স্লেজিং এমনকি লাল চোখ দেখানো- কিছুই বাদ দেননি কোহলি। পরে উসমান খোয়াজা এসে দুজনকে আলাদা করেন। শান্ত করেন পরিস্থিতি। গোটা ঘটনাটিকে অনেকেই ভালো চোখে দেখেননি।

ঘটনার পর কনস্টাসের বক্তব্য কী?

লাঞ্চ ব্রেকে সম্প্রচারকারী চ্যানেল নাইন-এর সঙ্গে কথা বলেছেন কনস্টাস। সাংবাদিক ট্রেভ কপ্ল্যান্ড জিজ্ঞাসা করেছিলেন, "বিরাট কোহলি তো আপনার প্রিয় খেলোয়াড়। হঠাৎ করেই তুমি মাঠে উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়লে। কোহলি কাঁধে ধাক্কা দিল। তখন সেখানে কী কথোপকথন চলছিল?"

কনস্টাসের পরিণত জবাব, "আমাদের দুজনকেই আবেগ গ্রাস করেছিল। আমি বুঝতে পারিনি। আমি যথারীতি গ্লাভস খুলছিলাম। তারপরেই হঠাৎ কাঁধে ধাক্কা। তবে এটা ক্রিকেটে হয়েই থাকে।" নিজের অভিষেক নিয়ে অনবদ্য অভিষেক ঘটালেন কনস্টাস।

আরও পড়ুন: নির্বাসন হতে পারে ICC-র, ১৯ বছরের ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তির মুখে কোহলি

সেই অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে অজি তরুণ তুর্কি বলেছেন, "মাথায় অনেকটাই আবছা পুরো ঘটনা। তবে এটা স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। স্টেডিয়ামের দিকে দেখো, পুরো ফুল হাউস। তবে প্যাট কামিন্স সহ সকলে দারুণভাবে স্বাগত জানিয়েছে। ঘরের মতই অনুভূতি হচ্ছে।"

"ক্রিসমাস লাঞ্চের পর কামিন্স স্রেফ আমাকে বলেছিল, নির্ভিকভাবে খেল। বাচ্চাদের মজা করতে দেখলাম। এটা অনেকটা পরিবারের রি ইউনিয়নের মত ঘটনা।"

নিজের রাম্প শট নিয়ে তার আগে কনস্টাস রাম্প শটে মাতিয়ে দিয়েছেন মেলবোর্ন স্টেডিয়াম। বুমরার প্রথম ওভারে চারবারের মধ্যে তিনবারই রাম্প শট হাঁকাতে গিয়ে মিস করে বসেছিলেন। তবে প্ৰথমে মিস করলেও দমে যাননি। বুমরাকে পরে রাম্প, রিভার্স সুইপ হাঁকিয়ে জোড়া বাউন্ডারি, ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান চরম দুঃসাহস দেখিয়ে।

কনস্টাস বলেছেন, "বুমরার বিরুদ্ধে সেরকম কোনও প্ল্যান ছিল না। ও একজন বিশ্বমানের বোলার। স্রেফ নিজের স্বাভাবিক শট খেলতে চাইছিলাম। ওঁর ওপর চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ওঁকে ট্যাকটিক্স বদলাতে বাধ্য করাই আমার পরিকল্পনা ছিল।"

বুমরার বলে রাম্প শট হাঁকাতে গিয়ে মিস করার পর উসমান খোয়াজা ক্রিজের অন্যপ্রান্তে মৃদু হাসছিলেন। সেই প্রতিক্রিয়া নিয়ে কনস্টাস বলেছেন, "ও একজন লেজেন্ড। ওঁর সঙ্গে ব্যাট করতে পারাটা ভীষণ শান্ত একটা বিষয়। ও বলেছিল আমি যেন নিজেকে ব্যাক করে যাই সবসময়। তাই উজি-র (উসমান খোয়াজা) সঙ্গে ব্যাট করতে পারা বেশ ভালো অভিজ্ঞতা। ভালো মেন্টর তো বটেই একজন দারুণ নেতা ও।"

এমসিজি দর্শক

"ব্যাট তোলার পর যখন সকলে আমাকে সমর্থন জানাচ্ছিল, সেই সময় গায়ে কাঁটা দিচ্ছিল। দুরন্ত পরিবেশ ছিল স্টেডিয়ামে।"

পাঁচদিন ইনস্টাগ্রাম বন্ধ

অভিষেকের পর কি ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়েছে? জবাবে ১৯ বছরের অজি তারকা বলছেন, "আমার ইনস্টাগ্রাম চেক করা হয়নি। পাঁচদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তারপর চেক করে দেখব। যতদূর মনে পড়ছে ১৫ হাজার ফলোয়ার ছিল আমার। তবে এই মুহূর্তে নিশ্চিত নই। আপনি কি জানেন?" সাংবাদিক কেপ্ল্যান্ড জানালেন, "ভালো খবর, ফলোয়ার বেড়ে হয়েছে ৩৮ হাজারে। তুমি এখন সমর্থকদের প্রিয়পাত্র।"

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Virat Kohli Australia Cricket Team
Advertisment