Advertisment

Virat Kohli to face ICC sanctions for shouldering Sam Konstas: নির্বাসন হতে পারে ICC-র, ১৯ বছরের ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তির মুখে কোহলি

Sam Konstas vs Virat Kohli: অভিষেক ম্যাচেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হলেন স্যাম কোন্টাস। ওয়ানডের মেজাজে বুমরাদের হাঁকিয়ে গেলেন। রেহাই দিলেন না কোনও বোলারকেই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kohli vs konstas

Kohli vs konstas: কাঁধে ধাক্কা দেওয়ার সেই মুহূর্ত (স্ক্রিনগ্র্যাব)

Sam Kontas vs Virat Kohli during boxing day test: বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন বিরাট কোহলি। বক্সিং ডে টেস্টের প্ৰথম দিনেই ক্রিজে নবাগত স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দিয়ে বসেছেন বিরাট কোহলি। তারপর কথা কাটাকাটি থেকে স্লেজিং এমনকি লাল চোখ দেখানো- কিছুই বাদ দেননি কোহলি। পরে উসমান খোয়াজা এসে দুজনকে আলাদা করেন।

Advertisment

নিয়ম কী বলছে?

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনওভাবেই প্রতিপক্ষ ক্রিকেটার, আম্পায়ার, প্লেয়ারদের সাপোর্ট স্টাফ, ম্যাচ রেফারিদের সঙ্গে অনভিপ্রেত শারীরিক সংস্পর্শ করা যায় না। আইসিসি নিয়মে লিপিবদ্ধ রয়েছে, "ক্রিকেটে যেকোনও ধরনের অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। এর মধ্যে বেশ কয়েকটি বিষয় ব্যতিক্রম রয়েছে। তবে যদি কোনও খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে, বেপরোয়াভাবে অন্য কোনো ক্রিকেটার বা আম্পায়ারের সঙ্গে হেঁটে বা দৌড়ে ধাক্কা দেয় বা কাঁধে আঘাত করে, তবে তারা এই নিয়ম লঙ্ঘন করেছে এমনটা ধরা হবে।"

Advertisment

"লঙ্ঘনের গুরুত্ব মূল্যায়নের সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হবে (এর মধ্যে ব্যতিক্রম হিসাবে গন্য হবে): (i) নির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপট, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সংস্পর্শটি ইচ্ছাকৃত (অর্থাৎ, উদ্দেশ্যমূলক), বেপরোয়া, অবহেলাজনিত এবং/অথবা এড়ানো সম্ভব ছিল কি না; (ii) সংস্পর্শের জোর; (iii) সংস্পর্শের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কোনো আঘাত হয়েছে কি না; এবং (iv) যার সঙ্গে সংস্পর্শ হয়েছে তাঁর পরিচয়। লেভেল ১ (লেভেল ১ শুধুমাত্র খেলোয়াড়দের সঙ্গে সংস্পর্শের ক্ষেত্রে প্রযোজ্য)।"

অর্থাৎ মেলবোর্ন টেস্ট পরিচালনার দায়িত্বে থাকা জিম্বাবোয়ের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট বিবেচনা করবেন, কোহলি-কনস্টাস পর্ব আইসিসির কোন নিয়মটি লঙ্ঘন করছে। যদি উনি মনে করেন, লেভেল-২ পর্যায়ভুক্ত অপরাধ, তাহলে সংস্লিষ্ট ক্রিকেটারের পাশে তিন অথবা চার ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।

আরও পড়ুন: বুমরাকে রাম্প শটে ছক্কার ফোয়ারা, অভিষেকেই মাতিয়ে দিলেন কনস্টাস! দেখুন ভিডিও

এ লেভেল পর্যায়ভুক্ত অপরাধ খুব বেশি হলে জরিমানার কাণ্ড ঘটবে। তবে চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে সংশ্লিস্ট ক্রিকেটারকে একটা ম্যাচ সাসপেন্ড করা হতে পারে।

কোহলি কি আগে এরকম কাণ্ড ঘটিয়েছেন?

২০১৯-এ বেঙ্গালুরুতে টি২০ ম্যাচ চলার সময়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার বিউরন হেন্ড্রিক্স-এর কাঁধে ধাক্কা দিয়ে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল কোহলির নামের পাশে। কখন ক্রিকেটাররা নির্বাসনের মুখে পড়েন? ২৪ মাসের মধ্যে কোনও ক্রিকেটারের নামের পাশে চার অথবা তার বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সেই ক্রিকেটারকে নির্বাসনে পাঠানো হয়।

Cricket Australia Australia Team India Team-India Virat Kohli Indian Cricket Team ICC Australia Cricket Team
Advertisment