Advertisment

Sam Konstas debut: বুমরাকে রাম্প শটে ছক্কার ফোয়ারা, অভিষেকেই মাতিয়ে দিলেন কনস্টাস! দেখুন ভিডিও

Boxing Day Test: অভিষেক ম্যাচেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হলেন স্যাম কোন্টাস। ওয়ানডের মেজাজে বুমরাদের হাঁকিয়ে গেলেন। এর মধ্যেই জড়িয়ে পড়লেন বিতর্কে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sam Konstas sixes off Bumrah

Sam Konstas sixes off Bumrah: বুমরার বলে ছক্কা কনস্টাসের (টুইটার, স্ক্রিনগ্র্যাব)

Sam Konstas debut at boxing day test: বক্সিং ডে টেস্টেই অভিষেক ঘটান স্যাম কনস্টাস। অভিষেকে জসপ্রীত বুমরাকে কেমনভাবে সামলান, সেদিকেই নজর ছিল। তবে সেই ভূমিকায় দারুণভাবে সফল তিনি। নতুন বলে বুমরাকে স্রেফ সামলালেন, তা-ই না। ছক্কা হাঁকিয়ে নজিরও গড়লেন।

Advertisment

টি২০ মেজাজে খেলার ঔদ্ধত্য দেখালেন তিনি। বুমরাকে রাম্প শট হাঁকাতে গিয়ে দুবার মিস করেও দমেননি তিনি। তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে রাম্প শট খেলে যান তারকা। বুমরাকে ছিন্নভিন্ন করে দুটো বাউন্ডারির পাশাপাশি একটা ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান।

যা দেখে কমেন্ট্রি বক্সে বসে থাকা মার্ক ওয়াহ, গিলক্রিস্ট, রবি শাস্ত্রীরা পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে যান। মার্ক ওয়াহ বিস্ময়ের সুরে বলে ওঠেন, "আমার বিশ্বাস-ই হচ্ছে না। ও তো পুরো বাজবল খেলছে। বলেছিল বটে বুমরার বিরুদ্ধে ওঁর নির্দিষ্ট প্ল্যান রয়েছে। তবে সেটা ও প্রকাশ করেনি। এভাবেই হয়ত বুমরার বিরুদ্ধে সফল হওয়া সম্ভব।"

Advertisment

টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলে দিয়েছেন, "বুমরাকে ছন্নছাড়া করে দিতে সমর্থ হয়েছে ও। এতক্ষণ পর্যন্ত নিজের পরিকল্পনা সফল ওঁর।" মাত্র ১৯ বছর বয়সে অভিষেক ঘটানো কনস্টাস অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ওপেনার হয়ে গেলেন বৃহস্পতিবারই। প্ৰথম ওভারে বুমরার দুরন্ত স্পেল সামলানোর পর কনস্টাস রুদ্রমূর্তি ধরেন পরের ওভার থেকেই।

আরও পড়ুন: কাঁধে ধাক্কা মেরে হাতাহাতির চেষ্টা, অভিষেককারী স্যামের সঙ্গে বিধ্বংসী বিতর্কে কোহলি, বড় অঘটন বক্সিং ডেতে

স্লিপের পাস দিয়ে বুমরাকে রাম্প।শট খেলার মত সাহসের পরিচয় দেখান। দুবার মিস করেন। হতবাক হয়ে গোটা মেলবোর্ন স্টেডিয়ামে তাকিয়ে থাকে তাঁর দিকে। অবাক হয়ে যান নন স্ট্রাইকিং এন্ডে থাকা উসমান খোয়াজা তো বটেই এমনকি বুমরাও। তবে সপ্তম ওভারে নিজেকে সামলে নেন তিনি। বুমরার সোজাসুজি ধেয়ে আসা বলে শাফল করে অফস্ট্যাম্পের দিকে সরে গিয়ে উইকেটকিপার পন্থের মাথার ওপর দিয়ে শট হাঁকিয়ে যান কনস্টাস। পরের বলেই রিভার্স সুইপ হাঁকিয়ে স্লিপের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দেন।

পরের কয়েকটা ডট বল খেলার পর কনস্টাস আবারও একই কাণ্ড ঘটান। ডিপ থার্ড ম্যান অঞ্চলের কাছাকাছি দিয়ে ফের একটা রিভার্স সুইপ হাঁকান।

তার আগে কনস্টাসের হাতে ম্যাচ শুরুর আগে যখন ডেবিউ ক্যাপ তুলে দিচ্ছেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর, সেই সময় তিনি বলেন কনস্টাসের আন্তর্জাতিক ক্রিকেটে প্ৰথম চ্যালেঞ্জ হবে বুমরার ওপেনিং স্পেল সামলানো! সেটা তিনি করলেন-ই, তাও আবার নিজের স্টাইলে।

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Jasprit Bumrah Australia Cricket Team
Advertisment