Advertisment

হ্যামিলকে পাওয়ার পরই দুঃসংবাদ! ফেরান্দোর সঙ্গে 'ঝামেলা'য় বাগান ছাড়ছেন সন্দেশ

সন্দেশ ঝিংগান ফের একবার এটিকে মোহনবাগান শিবির ছাড়তে পারেন। তেমনই সম্ভবনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার ব্রেন্ডন হ্যামিলের মত এ লিগের তারকা ডিফেন্ডারকে সই করানোর কথা জানিয়ে চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। দু-বছরের চুক্তিতে অজি তারকা সবুজ মেরুন জার্সিতে খেলবেন।

Advertisment

তবে হ্যামিলকে পাওয়ার আনন্দের মধ্যেই হঠাৎ দুঃসংবাদ এটিকে মোহনবাগান শিবিরে। হ্যামিলের সঙ্গে সন্দেশ ঝিংগানের জুটি কতটা প্রতিপক্ষ স্ট্রাইকারদের সমস্যায় ফেলবে, তা নিয়ে রীতিমত চর্চা চলছিল সমর্থকদের মধ্যে। তবে সন্দেশ ঝিংগানের সঙ্গে ব্রেন্ডন হ্যামিলকে আদৌ জুটি বেঁধে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন: এই তিন তরুণ রক্ত সম্পদ হবেন সবুজ মেরুন জার্সির! সেরার সেরা প্রতিভাদের চিনে নিন

সবুজ মেরুন ছাড়ার মুখে সন্দেশ। জানা যাচ্ছে কোচ হুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট নন তারকা ডিফেন্ডার। আইএসএলের শেষের দিকে এবং সদ্য সমাপ্ত এএফসি কাপেও ফেরান্দোর সঙ্গে বনিবনা হয়নি তারকার। জানা যাচ্ছে, কোচের ফর্মেশনে সন্দেশ মোটেই ফিট করছেন না। তাই সন্দেশকে সবুজ মেরুন জার্সিতে আগামীতে খেলতে দেখার সম্ভবনা ক্ষীণ হচ্ছে। এমনটাই বলা হচ্ছে টেলিগ্রাফ ইন্ডিয়র প্রতিবেদনে।

এএফসি কাপের লক্ষ্যে এটিকে মোহনবাগান আপাতত রক্ষণ সংগঠন মজবুত করতে চাইছে। বাগান কোচ নিজের পছন্দের ৩-৫-২ ছকে সেন্টার ব্যাক হিসাবে দু-জন বিদেশিকে চাইছেন। হ্যামিল সই করার পরে আরও এক বিদেশি স্টপার নিতে পারে এটিকে মোহনবাগান শিবির। এমনিতেই হায়দরাবাদ এফসি থেকে প্রতিভাবান রাইট ব্যাক আশিস রাইকে সই করিয়েছে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: আইসল্যান্ডের সেরা ক্লাবে খেলা হল না টিম ইন্ডিয়ার এই সুপারস্টারের! বড় সুযোগ হল হাতছাড়া

বাগানের দুই জোড়া বিদেশি ফরোয়ার্ড রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস দুজনেই সবুজ মেরুন সংসার ছেড়েছেন। টিম ম্যানেজমেন্টের ধারণা মনবীর সিং এবং লিস্টন কোলাসো দুজনই স্ট্রাইকিং পজিশনে সামলে নিতে পারবেন। মিডফিল্ডার আশিক কুরুনিয়ান বেঙ্গালুরু এফসি থেকে যোগ দিয়েছেন। চেন্নাইয়িন এফসির সঙ্গে চুক্তি শেষ হওয়া বিশাল কাইথকেও সই করানোর ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। অর্থাৎ অমরিন্দর সিংয়ের জমানাও বাগানে শেষ।

যাইহোক, ২০২০-তে সন্দেশ এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পর ব্যাপক হাইপ তৈরি হয়েছিল দীর্ঘদেহী স্টপারকে ঘিরে। গত মরশুমে লোনে ক্রোয়েশিয়ার এইচএনকে সিবেনিকে যোগ দিয়েছিলেন তারকা। তবে চোট-আঘাতে পুরো মরশুমই খারাপ কেটেছে সন্দেশের।

আরও পড়ুন: হাবাসের ISL চ্যাম্পিয়ন সবুজ মেরুন ছাত্র বেঙ্গালুরুতে! রিয়েল মাদ্রিদের তারকা এবার সুনীলের সতীর্থ

আইএসএলের দ্বিতীয় পর্বে এটিকে মোহনবাগানে ফিরে এসেছিলেন তারকা। তবে সেই সময় কোচ পরিবর্তন হয়ে গিয়েছে বাগান শিবিরে। হাবাস সরে গিয়ে দায়িত্বে আসেন ফেরান্দো। বাগানের নতুন স্প্যানিশ কোচ ডিপ ডিফেন্স থেকে বল প্লে চালু করতে চান। তবে সন্দেশ বল-প্লেয়ার না হওয়ায় এই ফর্মেশনে ফিট করতে পারেননি নিজেকে।

সবমিলিয়ে, তারকা ডিফেন্ডারের বাগান ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment