Sania Mirza 2nd Marriage: টলিউড নায়কের প্রেমে পাগল সানিয়া! দ্বিতীয়বার বসছেন বিয়ের পিঁড়িতে?

Tollywood Actor Sania Mirza: শোনা যাচ্ছে যে কোনও এক টলিউড নায়কের প্রেমে পড়েছেন নাকি সানিয়া। বিগত কয়েকমাস ধরে তাঁরা নাকি একে অপরকে ডেট করছেন! সত্যিই কি তাই? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Tollywood Actor Sania Mirza: শোনা যাচ্ছে যে কোনও এক টলিউড নায়কের প্রেমে পড়েছেন নাকি সানিয়া। বিগত কয়েকমাস ধরে তাঁরা নাকি একে অপরকে ডেট করছেন! সত্যিই কি তাই? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sania Mirza Second Marriage

কাকে বিয়ে করছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা?

Sania Mirza: দ্বিতীয়বার নাকি বিয়ে করতে চলেছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা? এই খবরে আপাতত তোলপাড় গোটা দেশ। এমনকী, এও শোনা যাচ্ছে যে কোনও এক টলিউড (Tollywood) নায়কের প্রেমে পড়েছেন নাকি সানিয়া। বিগত কয়েকমাস ধরে তাঁরা নাকি একে অপরকে ডেট করছেন! সত্যিই কি তাই? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) সঙ্গে ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। সেই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কম বিতর্ক অবশ্য হয়নি। হায়দরাবাদে বসেছিল বিয়ের আসর। মুসলিম রীতি মেনেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর পাকিস্তানের শিয়ালকোটে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল। এরপর সানিয়া এবং শোয়েব ১৩ বছর একসঙ্গে কাটিয়ে দেন। ইতিমধ্যে তাঁদের সংসারে এসেছে ছেলে ইজহান। অবশেষে ২০২৪ সালে সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। সেইসঙ্গে 'খুলা' পদ্ধতিতে সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শোয়েবের।

Sania Mirza: হাতে হাত, কাঁধে কাঁধ! দুবাইয়ের রাস্তায় পাকিস্তানির সঙ্গে সানিয়া! দ্বিতীয় বিয়ের জল্পনায় ঝড় আচমকা

Advertisment

এই খবর একেবারেই ভিত্তিহীন!

বিবাহ বিচ্ছেদের পর থেকে সানিয়া অধিকাংশ সময়ই ছেলেকে নিয়ে দুবাইয়ে থাকেন। সেখানে তাঁর একটি টেনিস অ্যাকাডেমি রয়েছে। সেটাই বহাল তবিয়তে চালান তিনি। কিন্তু, আচমকা কেন উঠল নতুন করে এই বিয়ের খবর? আসলে একটি অনলাইন পত্রিকা এই খবরটি সামনে আনে। পর্যাপ্ত তথ্য যাচাই না করেই খবরটি প্রকাশ করা হয়েছে। আর টলিউড মানে বাংলা নয়, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। এমনকী, এও বলা হয়েছিল যে ওই তেলুগু নায়কের সঙ্গে নাকি সানিয়াকে একটি কফিশপে দেখতে পাওয়া গিয়েছে। ব্যাস, তারপর থেকেই ব্যাপারটা নিয়ে দেশজুড়ে ঢি-ঢি পড়ে গিয়েছে। কিন্তু, সত্যিটা হল এই যে খবরটি একেবারেই ভিত্তিহীন। সানিয়া মির্জার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Sania Mirza 5 Controversies: মিনি স্কার্ট থেকে জাতীয় পতাকার অপমান, এই ৫ বিতর্কে নাম জড়িয়েছে সানিয়া মির্জার

আগেও উঠেছে সানিয়ার বিয়ের গুঞ্জন

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকবার সানিয়া মির্জাকে নিয়ে বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রথমে শোনা গিয়েছিল যে সানা জাভেদের প্রাক্তন স্বামী উমের জয়সওয়ালকে নাকি সানিয়া বিয়ে করতে চলেছেন। পরে জানা গিয়েছিল, এই খবরটিও ভিত্তিহীন। তবে দ্বিতীয় নামটি আরও বেশি চমকপ্রদ। শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারি মহম্মদ সামিকে নাকি বিয়ে করতে চলেছেন টেনিস সুন্দরী। এমনকী, সানিয়ার বাবাকে এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্নও করেছিলেন। কিন্তু, খবরে কোনও অক্সিজেন না পেয়ে গোটা ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল। আর এবার টলিউড তারকাকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি। আশা করা যায়, এবারও যাবতীয় গুঞ্জন ধুলোয় মিশে যাবে।

tollywood Sania Mirza Shoaib Malik