বিয়ে করলেন টেনিস স্টার সানিয়া মির্জার বোন আনম মির্জা। গাঁটছড়া বাঁধলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের পুত্র আসাদের সঙ্গে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আনম তাঁর সঙ্গে আসাদের বিয়ের ছবি পোস্ট করে সেই সুখবর দিলেন।গতকাল রাতেই রীতি রেওয়াজ মেনে হায়দরাবাদে আনম-আসাদের বিয়ে হয়। সোশল মিডিয়ায় সেই ছবি ছেয়ে গিয়েছে। সানিয়া নিজেও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন আনম-আসাদের বিয়ের।
আরও পড়ুন-আজাহারউদ্দিনের পুত্র আসাদকে বিয়ে করছেন সানিয়ার বোন আনম
বছর তিনেক আগে ২০১৬-র ১৮ নভেম্বর হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেনা সানিয়া মির্জার বোন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। তবে শুরুটা জমকালো হলেও বছর দেড়েক পেরোতে না পেরোতেই ডিভোর্স হয় দু’জনের। যদিও বিয়ের কারণ জানা যায়নি। আনমের একাকীত্ব দূর করে দিয়েছেন আসাদ।
ঘটনাচক্রে সানিয়াই গত অক্টোবরে তাঁর বোন এবং আজাহারউদ্দিনের পুত্র সাতপাকে বাঁধা পড়ার খবর জানিয়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া জানিয়ে দিয়েছেন, “ডিসেম্বরে আমার বোনের বিয়ে। প্যারিসে ব্যাচেলর পার্টি থেকে কিছুদিন আগেই আমরা ফিরলাম। আমরা বিয়ে নিয়ে বেশ উত্তেজিত।”
Sania Mirza's sister Anam marries cricketer Mohammad Azharuddin's son Asad