Advertisment

Sanjay Bangars Son: ছিলেন ছেলে, হলেন মেয়ে! হরমোন থেরাপিতে লিঙ্গ বদলে ঝড় তুললেন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের পুত্র

Sanjay Bangar's Son Hormonal Transformation: বিখ্যাত ভারতীয় তারকার পুত্র আরিয়ান এখন অনন্যা, ঝড় তুলে দিল লিঙ্গ বদল। ব্যাপক আলোড়ন ক্রিকেট দুনিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aryan to Anaya Bangar, আরিয়ান থেকে আনায়া বাঙ্গার

Aryan to Anaya Bangar: আরিয়ান বাঙ্গার (বামদিকে) এবং আনায়া (ডানদিকে)। (ছবি- ইনস্টাগ্রাম)

Sanjay Bangars Son From Aryan to Anaya: হরমোন বদলে ছেলে থেকে মেয়ে হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে। তিনি ছিলেন আরিয়ান। এবার হলেন আনায়া। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁর হরমোনাল ট্রান্সফরমেশন থেরাপি সম্পর্কে জানিয়েছেন আনায়া। ১০ মাস হল তিনি এই হরমোন বদল করেছেন। আনায়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ইনস্টাগ্রাম রিলে ২৩ বছর বয়সি আনায়া প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলি ও তাঁর বাবার সঙ্গে নিজের পুরোনো ছবিগুলো শেয়ার করেছেন। ওই রিলে নিজের লিঙ্গ পরিবর্তিত চেহারার ভিডিও দিয়েছেন।  

Advertisment

আনায়া তাঁর বাবার মতই একজন বাঁ-হাতি ক্রিকেটার। স্থানীয় ক্লাব ইসলাম জিমখানার হয়ে তিনি খেলেন। পাশাপাশি, ইংল্যান্ডের লিসেস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেন। ক্লাব ক্রিকেটে ভালো রানও আছে আরিয়ানের। আনায়া হওয়ার পর তিনি ক্রিকেট ছেড়ে দিয়েছেন। আনায়া জানিয়েছেন, 'আমি বর্তমান জীবনে খুশি। খেলোয়াড় জীবনে নিজের স্বপ্নকে তাড়া করতে অনেক ত্যাগ করেছি। খেলার প্রতি নিবেদিতপ্রাণ ছিলাম। কিন্তু, খেলার বাইরেও আমার একটা জীবন আছে। সেটা বোঝার পর অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি।'

আরও পড়ুন- রিঙ্কুকে আউট করেই কুৎসিত অপমান প্রোটিয়াজ পিটারের! অশ্লীল অঙ্গভঙ্গিতে চালু মহা-বিতর্ক, দেখুন

ইনস্টাগ্রামে আনায়া লিখেছেন, 'এই জীবনে রূপান্তরিত হওয়াটা আমার কাছে সহজ ছিল না। কারণ, আজও আমি ক্রিকেট খেলতে পারার জন্য গর্বিত। তবে, এই পথটা সহজ ছিল না। কিন্তু, সত্যিকারের আমাকে খুঁজে পাওয়ার দরকার ছিল।' বর্তমানে আনায়া ম্যানচেস্টারে থাকেন। তিনি সেখানে একটি কাউন্টি ক্লাবের হয়ে খেলছিলেন। কোন ক্লাবের হয়ে, সেটা যদিও এখনও জানা যায়নি। তবে, ইনস্টাগ্রাম রিলে দেখা যাচ্ছে যে তিনি ১৪৫ রান করেছেন। এর আগে আনায়া ইনস্টাগ্রামে জানিয়েছিলেন যে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ট্রান্সজেন্ডার মহিলাকে মহিলাদের ক্রিকেট খেলতে দেয় না। তাতে তিনি বিরক্ত।

cricket Sanjay Bangar Indian Cricket Team Cricket News
Advertisment