Sanjay Manjrekar on BCCI favouritism, Virat Kohli, Rohit Sharma: ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে দুই ক্রিকেটার- রোহিত শর্মা, বিরাট কোহলি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্ট ম্যাচে রোহিত শর্মা মাত্র ১১ এবং বিরাট কোহলি ২১ রানে আউট হওয়ার পর এমনই অভিযোগ করলেন সঞ্জয় মঞ্জরেকর। ক্রিকেট ঘরানায় বড় হয়ে ওঠা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বর্তমানে ধারাভাষ্যকার। তিনি রোহিত ও কোহলিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিসিসিআইকে কাঠগড়ায় তুলেছেন।
সঞ্জয়ের নিশানায় মূলত অজিত আগরকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। মঞ্জরেকরের কথায়, 'রোহিত ও কোহলিকে অতিরিক্ত সুবিধা দেওয়ায় ভারতীয় ক্রিকেট এবং খেলোয়াড়দেরই ক্ষতি হচ্ছে।' বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য বাছাই করা বাকি খেলোয়াড়দের দলীপ ট্রফিতে খেলতে বলা হলেও রোহিত, কোহলি ও বুমরাকে ছাড় দেওয়া হয়েছিল। অথচ, দলীপ ট্রফি ছিল বাংলাদেশ সিরিজের প্রস্তুতি টুর্নামেন্ট। তবে রোহিত, কোহলিকে ছাড় দেওয়া নিয়ে সরব হলেও বুমরার ব্যাপারে কিছু বলেননি মঞ্জরেকার। কারণ, প্রথম টেস্ট ম্যাচে বুমরা ৫০ রানে ৪ উইকেট নিয়েছেন।
চেন্নাই টেস্ট ম্যাচের আগে কোহলি এবছরের জানুয়ারির প্রথম সপ্তাহে একটা টেস্ট ম্যাচে খেলেছিলেন। তারপর এই টেস্ট খেলতে নামা। তাঁকে এবং রোহিতকে আরও সমালোচনা শুনতে হত, যদি ভারত প্রথম টেস্ট ম্যাচ হেরে যেত। কিন্তু, ব্যাটে আর বলে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্স, শুভমান গিল, ঋষভ পন্থের সেঞ্চুরি ভারতকে ২৮০ রানে প্রথম টেস্ট জিততে সাহায্য করেছে। এই পরিস্থিতিতে মঞ্জরেকরের দাবি, রোহিত-কোহলি দলীপ ট্রফিতে খেললে, প্রথম টেস্ট-এও ভালো খেলতে পারতেন।
এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'আমি নিশ্চিত যে ওরা (রোহিত, কোহলি) লাল বলের ক্রিকেট খেললে প্রথম টেস্ট ম্যাচে আরও ভালো খেলতে পারত। দলীপ ট্রফির পারফরম্যান্স দেখে টেস্ট দল নির্বাচনের সুযোগ ছিল। এসব ক্ষেত্রে কোনও খেলোয়াড়কেই আলাদা করে সুযোগ দেওয়া উচিত না। ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় খেলোয়াড়দের জন্য যেটা সেরা, সেটাই করা উচিত। বিরাট ও রোহিতের দলীপ ট্রফিতে না খেলার ফল মোটেও ভালো হয়নি। ওরা যদি দলীপ ট্রফিটা খেলত, তবে এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও সুযোগ পেত। ওঁদের যা অভিজ্ঞতা, কোয়ালিটি, তার ধারেকাছে পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ খেলোয়াড়ের জন্য বিশেষ ব্যবস্থা, এটা ভারতীয় ক্রিকেটের একটা দীর্ঘদিনের সমস্যা। এতে বাকি খেলোয়াড়রাও মানসিকভাবে আঘাত পায়।'
আরও পড়ুন- গাল পেড়ে তুলোধোনা করতেন সতীর্থদের... ধোনির 'কালো' চেহারা এবার মুখ খুললেন মোহিত শর্মা
মঞ্জরেকর একেবারে উড়িয়ে দেওয়ার মত কিছু বলেননি। আসলে, বছর ৩৫-এর কোহলির ফর্ম বেশ কিছুদিন ধরেই খারাপ। ২০২২ সালের শুরু থেকে কোহলি সাতটি টেস্ট ম্যাচে মাত্র ৪০১ রান করেছেন। তার মধ্যে মাত্র একটা সেঞ্চুরি করেছেন। সেটা, গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান। এশিয়ার বিভিন্ন জায়গায় ২০২১ সাল থেকে খেলা ২৩টি টেস্ট ইনিংসে কোহলি করেছেন মাত্র ৬৫৪। তার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। বাকি ম্যাচগুলোতে এতটাই বাজে খেলেছেন যে রান তেমন আর বাড়েনি।