Sanjay Manjrekar-Harshit Rana: টিম ইন্ডিয়ার তারকার প্রশংসায় পঞ্চমুখ মঞ্জরেকর, নবাগত হর্ষিতকে বাঁচাতে ধরলেন ব্যাট

Manjrekar lauds Harshit Rana: বৃহস্পতিবারের ম্যাচ জেতায় টিম ইন্ডিয়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট পেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Harshit Rana-Sanjay Manjrekar: হর্ষিত রানা ও সঞ্জয় মঞ্জরেকর

Harshit Rana-Sanjay Manjrekar: হর্ষিত রানা ও সঞ্জয় মঞ্জরেকর। (ফাইল ছবি)

Manjrekar lauds Harshit Rana: ভারতীয় একদিনের দলের নবাগত পেসার হর্ষিত রানার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ‍্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, 'হর্ষিত বৃহস্পতিবারের ম‍্যাচে সবচেয়ে বেশি রান দিতে পারে। কিন্তু, ও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে।' রানা সাত ওভারে দিয়েছেন ৫৩ রান। ওভারপিছু ৭.৬০ রান দিয়েছেন। কিন্তু, দিনের শেষে তাঁর বোলিং টিম ইন্ডিয়ার কাছে লাভদায়ক সাব‍্যস্ত হয়েছে।

Advertisment

বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে ভারতীয় দলের হয়ে একদিনের ফরম‍্যাটে হর্ষিত রানার অভিষেক হয়েছে। রানার  তৃতীয় ওভারে ফিল সল্ট ২৬ রান নেন। বছর ২৩-এর পেসার যেন বুঝে উঠতে পারছিলেন না সল্টকে কী বল দেবেন। যাইহোক, শেষ পর্যন্ত তিনি বেন ডাকেট, হ‍্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের উইকেট নেন। যাতে ইংল্যান্ড দলের মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে পড়ে।

রানার স্পেলই ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেয়। এই প্রসঙ্গে মঞ্জরেকর তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেছেন, 'ইকোনমি রেট দিয়ে কাউকে বিচার করাটা ঠিক হবে না। হর্ষিত রানা ছিলেন সবচেয়ে দামি ভারতীয় বোলার। কিন্তু, তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার ফলে ভারতের জয় নিশ্চিত হয়েছে।'

Advertisment

রানা এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ৭৫ রান। যা দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড বিরাট স্কোর তৈরি করবে। কিন্তু, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ২৪৮ রানে গুটিয়ে যায়। ম্যাচ শেষে এই ব্যাপারে রানা বলেন, 'আমি প্রথমে বলটা ঠিকঠাক লেংথে করতে পারছিলাম না। সেই সমস্যাটা শুধরে নিতেই উইকেট আসে। ইংল্যান্ডের ব্যাটাররা ক্রিজে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিল। সেই কারণেই আমি স্ট্যাম্প লক্ষ্য করে বোলিং চালিয়ে যাচ্ছিলাম। এটা দু'রকম গতির পিচ। শেষ পর্যন্ত ওরা যে রান করে, আমাদের পক্ষে সেই রান তোলায় কোনও অসুবিধা হয়নি।' 

আরও পড়ুন- গিলের পরিশীলিত ব্যাটিং, ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ রোহিতদের পকেটে

শেষ পর্যন্ত বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোন শর্ট-পিচ ডেলিভারিতে আউট হন। ব্রুকের ক্ষেত্রে বলটা পাঁজরের কাছে উঠে গিয়েছিল। তাতেই ক্যাচ হয়। এনিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রানা বলেন, 'ব্রুক-কে আমরা রীতিমতো ছক কষে আউট করেছি। আমি ছোট ডেলিভারি করে নিজেকে সেট আপ করে নিতে চেয়েছিলাম। ছোট কিন্তু, ভালো ডেলিভারি করার পুরস্কার পেয়েছি।'

cricket Cricket News Indian Cricket Team Team-India Team India Harshit Rana Sanjay Manjrekar