নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর। কিছুদিন আগে বলা নিজের কথাই গিলতে বাধ্য় হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জাদেজার প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। স্বীকার করে নিলেন জাদেজা তাঁকে ভুল প্রমাণ করেছেন।
বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে ইংল্য়ান্ডের কাছে হারের পরেই বিস্ফোরণ ঘটান সঞ্জয় মঞ্জরেকর, ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে অত্য়ন্ত খাটো করে কয়েকটা কথা বলেছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। জাদেজার সম্বন্ধে মঞ্জরেকর বলেন,“আমি ছোটখাটো প্লেয়ারদের বড় একটা ফ্য়ান নই। আমার কাছে জাদেজা এই মুহূর্তে এরকমই একজন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ও এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ও একজন নিখাদ টেস্ট বোলার। কিন্তু পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আমি একজন ব্য়াটসম্য়ান এবং স্পিনারকেই চাইব।” মঞ্জরেকরের এই বক্তব্যের পর জাড্ডু টুইটারেই ক্ষোভ উগড়ে দেন মঞ্জরেকরের ওপর। জাদেজা লিখেছিলেন, “অনেক কথা শুনেছি আপনার। এবার মুখটা বন্ধ রাখুন। আপনার চেয়ে দ্বিগুণ বেশি ম্য়াচ আমি খেলেছি, আর এখনও খেলছি। মানুষকে তাঁর কৃতিত্বের মর্যাদা দিতে শিখুন।”
আরও পড়ুন: আপনার অনেক কথা শুনেছি, এবার মুখটা বন্ধ রাখুন, মঞ্জরেকরকে বললেন জাদেজা
কিন্তু ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ডে জাদেজার ৫৯ বলে ৭৬ রানের ইনিংস দেখার পর মঞ্জরেকর চমকে গিয়েছেন। জাদেজা যখন ব্য়াট করতে নেমেছিলেন তখন ভারতের স্কোর ছিল ৯২/৬। সেখান থেকে এমএস ধোনির সঙ্গে সপ্তম উইকেটে জুটি বেঁধে জাদেজা স্কোরবোর্ডে ১১৬ রান যোগ করেন। ওই চাপের মধ্য়েও জাদেজার ব্য়াট থেকে চারটি চার ও চারটি ছয় এসেছে। মঞ্জরেকর বলছেন, "ও আজ আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে নিজের দক্ষতায়। কিন্তু জাদেজার থেকে এরকম ক্রিকেট সচারচর দেখা যায় না। শেষ ৪০ ইনিংসে ওর সর্বোচ্চ স্কোর ছিল ৩৩। ও অসাধারণ খেলেছে। ব্যাট-বলে অসাধারণ ইকনমিকাল পারফরম্য়ান্স করেছি। আর ওর এরকম সেলিব্রেশেন সাধারণত টেস্টে দেখে থাকি।"