Advertisment

Sanjay Manjrekar on De Villiers: আইপিএলে ডি ভিলিয়ার্স ভুল দলে খেলেছেন, বিরাট দাবি মঞ্জরেকরের

Manjrekar on De Villiers: ২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবি ডি ভিলিয়ার্সের আইপিএলে অভিষেক হয়। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১১টি মরশুম (২০১১-২০২১) তিনি খেলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
De Villiers-Sanjay Manjrekar: এবি ডি ভিলিয়ার্স ও সঞ্জয় মঞ্জরেকর

De Villiers-Sanjay Manjrekar: এবি ডি ভিলিয়ার্স ও সঞ্জয় মঞ্জরেকর। (ছবি- স্ক্রিনগ্যাব)

Manjrekar on De Villiers: এবি ডি ভিলিয়ার্সের ব্যাপারে বিরাট দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি দাবি করেছেন, 'আইপিএলে ডি ভিলিয়ার্স ভুল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।' কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবং অধিনায়ক ডি ভিলিয়ার্স ২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের (পূর্বে দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে আইপিএলে অভিষেক করেন এবং তাদের হয়ে তিনটি মরশুম খেলেন। তিনি ২০১১ সালের আইপিএল মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন এবং ২০২১ সালে তাঁর কেরিয়ারে ইতি টানার আগে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে ১১টি মরশুম খেলেন। 

Advertisment

ডি ভিলিয়ার্স ১৮৪টি আইপিএল ম্যাচে ৫১৬২ রান করেছিলেন। কিন্তু কখনও আইপিএল জেতেননি। ২০১১ এবং ২০১৬ সালে তিনি আরসিবির হয়ে আইপিএল ফাইনাল খেলেছেন, কিন্তু দু'বারই হেরে যান। ১৪ বছর খেলেও আইপিএল জিততে না পারা ডি ভিলিয়ার্স আইপিএলের সেরা ক্রিকেটারদের একজন। মঞ্জরেকরের মতে, আইপিএলে ডি ভিলিয়ার্সকে সঠিকভাবে ব্যবহারই করা হয়নি। ভারতের প্রাক্তন এই ব্যাটসম্যান মনে করেন ডি ভিলিয়ার্সকে ওপরের অর্ডারে ব্যাট করানো উচিত ছিল। কিন্তু, তা করা হয়নি। কারণ, তিনি ভুল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

একটি শো চলাকালীন, জিজ্ঞাসা করা হয়েছিল যে সূর্যকুমার যাদব কি মিস্টার ৩৬০ হিসেবে এবি ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে গেছেন? জবাবে মঞ্জরেকর বলেন, 'আমি হ্যাঁ বলব, ম্যাচ জয়ের কারণে। কিন্তু, এবি অসাধারণ ছিল। টেস্টে ওঁর গড় ৫০। ওয়ানডেতেও তাই। সেই জন্যই ও একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু টি২০ ক্রিকেটের বিচারে এবি-কে আইপিএলে, সঠিকভাবে ব্যবহারই করা হয়নি। তাঁর আসল ক্ষমতা তাই আমরা আইপিএলে ততটা দেখতে পাইনি। দুঃখের বিষয় যে, ও ভুল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে। যদি ও অন্য কোথাও খেলত, তাহলে আমরা এবি ডি ভিলিয়ার্সের আসল খেলাটা দেখতে পেতাম।'

Advertisment

আরও পড়ুন- বছরের সেরা জসপ্রীত বুমরাই, বড় স্বীকৃতি আইসিসির

ডি ভিলিয়ার্স আইপিএলে আরসিবির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট কোহলির দলের হয়ে ১৫৬ ম্যাচে দক্ষিণ আফ্রিকান তারকা ২টি সেঞ্চুরি এবং ৩৭টি অর্ধশতকের সাহায্যে ৪,৪৯১ রান করেছেন। আইপিএলে ৫০০০-এরও বেশি রান করা ৭ জন খেলোয়াড়ের মধ্যে ডি ভিলিয়ার্স অন্যতম।

cricket RCB AB de Villiers IPL Cricket News Delhi Capitals Sanjay Manjrekar
Advertisment