Test Cricketer of the Year: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতের জসপ্রীত বুমরা। সোমবার বুমরাকে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে। ২০২৪ সালে ভারতের এই তারকা হোম এবং অ্যাওয়ে, উভয় ক্ষেত্রেই দুর্দান্ত খেলেছেন। মাত্র ১৩ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন। এই পুরস্কার পাওয়ার তালিকায় ছিলেন- ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসও। বুমরা তাঁদেরকে হারিয়েই বর্ষসেরা পুরস্কার জিতলেন।
জসপ্রীত বুমরা দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে ২০২৪ সালে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। পুরস্কার পাওয়ার খবর শুনে বুমরা বলেন, 'আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। টেস্ট ক্রিকেটকে সবসময়ই পছন্দ করি। আর, এই ফরম্যাটে স্বীকৃতি পাওয়াটা এক বিরাট ব্যাপার। এই পুরস্কার কেবল আমার ব্যক্তিগত চেষ্টার প্রতিফলনই নয় বরং আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধারাবাহিক সমর্থনেরও প্রতিফলন। তাঁরা প্রতিদিন আমাকে সমর্থন করেছেন, অনুপ্রাণিত করেছেন। ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট ব্যাপার। আমার খেলা বিশ্বজুড়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।'
বিভিন্ন টেস্ট ম্যাচে বুমরা সব পরিস্থিতিতেই দুর্দান্ত খেলেছেন। তাঁর সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেখানে এক ম্যাচ বাকি থাকতেই ভারতীয় পেসার ৩০ উইকেট নিয়েছেন। এই সিরিজে তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন। দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন বুমরা। পার্থে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন না। বুমরাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। ২৯৫ রানে দলের জয় নিশ্চিত করেন। এই ম্যাচের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই সময় বুমরা ৫ উইকেট নিয়ে খেলার নিয়ন্ত্রণ হাতে তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৩ উইকেট। ফলে ৫৩৪ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হেরে যায়।
আরও পড়ুন- ডিভোর্সের জন্য আবেদন কাম্বলির স্ত্রীর, কন্ডিশন দেখেই পিছু হঠলেন আন্দ্রেয়া
বুমরার এই অনবদ্য পারফরম্যান্সই তাঁকে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দেয়। অবশেষে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিততেও সাহায্য করল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক পোস্টে বুমরা নিজেই দাবি করেছেন যে তাঁকে পিঠের আঘাতের জন্য বিছানায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি কীভাবে উঠে এসেছেন, তা-ও জানিয়েছেন এই ভারতীয় বোলার।