Sanjay Manjrekar-Team selection: সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়া পরপর সিরিজে ধারাবাহিকভাবে হারল। ভারতীয় ক্রিকেট দলের এই ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধান করছেন অনেকেই। কারণটা খুঁজে পেয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, 'নায়ক বন্দনা'ই ভারতীয় ক্রিকেট সংস্কৃতিকে ডোবাচ্ছে। সঞ্জয় বলেন, 'আইকন খেলোয়াড়রাই দলকে টেনে নামাচ্ছেন।'
ক্রিকেটার হিসেবে জাতীয় দলে বেশিদিন টেকেননি সঞ্জয়। তবে, তাঁর বাবা বিজয় মঞ্জরেকরও জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। সেই সূত্রে ক্রিকেটটা তাঁর পারিবারিক উত্তরাধিকার। বর্তমানে তো ধারাভাষ্যকার হিসেবে সঞ্জয় বেশ পরিচিত মুখ। সেই সুবাদে কলামও লিখছেন এই প্রাক্তন ক্রিকেটার। সেখানে সঞ্জয় লিখেছেন, 'ভারতীয় দলের পতনের পিছনে প্রধান কারণ হল আমাদের আইকন সংস্কৃতি আর কিছু খেলোয়াড়কে নায়ক হিসেবে বন্দনা।'
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাঠে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাজিত হয়েছে। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এই প্রসঙ্গে মঞ্জরেকরের বক্তব্য, '২০১১-১২ হোক বা এখন। বারবার, একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আইকনিক খেলোয়াড়রা তাঁদের কেরিয়ারে খারাপ ফর্মে থাকছেন। আর, তাঁদের দুর্বল পারফরম্যান্সের জন্য দল হেরে যাচ্ছে।'
মঞ্জরেকর মনে করিয়ে দিয়েছেন যে ২০১১-১২ সালে ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে ০-৮ ব্যবধানে হেরেছিল। সেখানে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেওবাগ, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মত খেলোয়াড়রা ছিলেন। তবে, ইংল্যান্ডের কাছে ভারতের ০-৪ ব্যবধানে পরাজয়ের মধ্যেও দ্রাবিড় চারটি সেঞ্চুরি করেছিলেন এবং গড়ে ৭৬.৮৩ রান করেছিলেন কিন্তু অস্ট্রেলিয়ায় তিনি খারাপ খেলেন।
বরাবরই কলার তুলে চলা মঞ্জরেকরের কথায়, 'দেশের কথা ভাবলে, বড় খেলোয়াড়দের রেয়াত করাটা ঠিক হচ্ছে না। ক্রিকেটীয় যুক্তি দিয়ে ভাবতে হবে। কিন্তু, সেটা না ভেবে নির্বাচকরা আশা করবেন ওই খেলোয়াড় দুর্দান্ত খেলে দেবে, সেটা হতে পারে না। আসলে নির্বাচকরা ভিলেন হতে নারাজ। অথচ, তাঁরাই এক বিরাট ক্রিকেটারের কেরিয়ারে ইতি টেনে দিয়েছেন। এমন এক ক্রিকেটারের, যাঁকে লক্ষ লক্ষ অনুরাগী দেবতা মানত। আসলে নির্বাচকরা জনগণের প্রতিক্রিয়াকে ভয় পান।'
মঞ্জরেকর এই ব্যাপারে অস্ট্রেলিয়াকে নকল করার জন্য বিসিসিআইয়ের নির্বাচকদের পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রিকি পন্টিং পারফরম্যান্স খারাপ হতেই বাদ পড়েছেন। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজেও নাথান ম্যাকসুইনি গাব্বায় বাজে খেলার পর বাদ পড়েছেন। তাঁর জায়গায় বছর ১৯-এর স্যাম কনস্টাসকে দলে ঢোকানো হয়েছে। তারপর সিডনিতে অলরাউন্ডার মিচেল মার্শের বদলে বিউ ওয়েবস্টার ঢুকেছেন। এব্যাপারে মঞ্জরেকর বলেন, 'স্যাম কনস্টাসকে নেওয়ার জন্য নাথান ম্যাকসুইনিকে বাদ দেওয়া হয়। বিউ ওয়েবস্টারকে নেওয়ার জন্য মিচেল মার্শকে বাদ দেওয়া হয়। দুটো নির্বাচনই অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।'
আরও পড়ুন- যুবরাজকে পিছন থেকে ল্যাং মেরেছিলেন, কোহলির মুখোশ খুলে দিলেন উত্থাপ্পা
এসব দেখেই মঞ্জরেকর বর্তমান ভারতীয় আইকন খেলোয়াড়দের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, 'রোহিত শর্মার কি এখনও আর ভালো খেলার ক্ষমতা আছে? আমার মনে হয়, বর্তমান নির্বাচক কমিটি এই ব্যাপারটা ভালো জানে। কিন্তু প্রশ্নটা হল, নির্বাচক কমিটি কি তাদের ধারণার সঙ্গে তাল রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে? যে মাপের খেলোয়াড়ই হোক না কেন, আগরকর যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমাদের দেখা উচিত।'